গোড়ালির চোটে হালান্ড, বড় ধাক্কা ম্যানসিটির

চলতি মৌসুমটা এমনিতেই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার সিটির। এরমধ্যেই বড় ধাক্কা খেয়েছে দলটি। দলের সেরা তারকা আর্লিং হালান্ড পড়েছেন ইনজুরিতে। যে কারণে মৌসুমের শেষ দিকের গুরুত্বপূর্ণ সময়ে তাকে পাওয়া নিয়ে রয়েছে বড় শঙ্কা। যদিও ক্লাবটি আশা করছে শেষ দিকে কিছু ম্যাচের জন্য পাওয়া যাবে তাকে।
রোববার এফএ কাপের ম্যাচে বোর্নমাউথের বিপক্ষে খেলতে নেমে গোড়ালিতে চোট পেয়েছেন হালান্ড। ২৪ বছর বয়সী এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড ম্যাচের ৬১তম মিনিটে বদলি হন, এর আগে তিনি দলের সমতা ফেরানো গোলটি করেছিলেন। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় সিটি।
ম্যাচ শেষে হালান্ডকে ক্রাচ নিয়ে এবং বাঁ পায়ে প্রোটেক্টিভ বুট পরে মাঠ ছাড়তে দেখা যায়, যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার এক বিবৃতিতে সিটি জানায়, তারা আশা করছে হালান্ড মৌসুমের বাকি অংশে খেলতে পারবেন, যার মধ্যে এই গ্রীষ্মের ফিফা ক্লাব বিশ্বকাপও রয়েছে।
সোমবার পরীক্ষা করানো হয়েছে সিটির এই তারকা স্ট্রাইকারের এবং চোটের প্রকৃত অবস্থা বুঝতে তাকে একজন বিশেষজ্ঞের কাছে পাঠানো হয়েছে বলে ক্লাব জানিয়েছে।
চলতি মৌসুমে ৪০ ম্যাচে ৩০ গোল করা হালান্ড বোর্নমাউথের বিপক্ষে একটি পেনাল্টি মিস করেন এবং দুটি বড় সুযোগ নষ্ট করেন। তবে শেষ পর্যন্ত নিকো ও'রিলির ক্রস থেকে গোল করে দলকে সমতায় ফেরান। এরপর ওমর মারমুশের গোলে এগিয়ে গিয়ে সিটি জয় নিশ্চিত করে।
এফএ কাপই এখন সিটির একমাত্র ট্রফি জয়ের সুযোগ, কারণ তারা প্রিমিয়ার লিগে কঠিন সময় পার করছে এবং চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবাও কাপ থেকে আগেই বিদায় নিয়েছে।
পুরো মৌসুমেই অবশ্য গুরুত্বপূর্ণ বেশ কিছু খেলোয়াড়রা ইনজুরিতে ভুগেছে গার্দিওলার দলের। বর্তমানে তারা প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে রয়েছে এবং চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করার মিশনে শীর্ষ চারে থাকা চেলসির থেকে এক পয়েন্ট পিছিয়ে আছে।
Comments