মেসির সতীর্থ হতে যাচ্ছেন ডি ব্রুইনা!

১০ বছরের পথচলা শেষে চার দিন আগে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইনা। সিদ্ধান্ত এতোটাই প্রত্যাশিত ছিল যে তা সবাইকে চমকে দেয়। তবে ক্লাবটি বেলজিয়ান তারকার চুক্তি নবায়নের সিদ্ধান্ত না নেওয়ায়, এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত ফ্রি এজেন্টদের একজন হয়ে উঠেছেন তিনি।

গত এক দশকে পেপ গার্দিওলার নেতৃত্বাধীন সিটির অসাধারণ সাফল্যে সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড় ছিলেন ডি ব্রুইনা। সেই অধ্যায় শেষের পথে, আর এখন প্রশ্ন কেবল একটি—আগামী জুন থেকে তিনি কোথায় খেলবেন?

এই প্রশ্নের উত্তরও ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। ইংল্যান্ডের সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ডি ব্রুইনার সম্ভাব্য গন্তব্য হতে পারে যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামি, যেখানে ইতিমধ্যেই খেলছেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। ডেভিড বেকহ্যামের মালিকানাধীন দলটি দলে আরও এক তারকা যুক্ত করতে চায়, আর ডি ব্রুইনাতেই নজর তাদের।

এর আগে ধারণা করা হয়েছিল, ডি ব্রুইনাকে দলে নিতে এগিয়ে আছে এমএলএসের নতুন ক্লাব সান ডিয়েগো। তবে এই বেলজিয়ান মিডফিল্ডারের উচ্চ বেতনের কারণে শেষ পর্যন্ত পেছনে সরে দাঁড়ায় ক্লাবটি এবং 'ডিসকভারি রাইটস' থেকেও সরে দাঁড়ায়।

মার্কিন লিগ এমএলএসের নিয়ম অনুযায়ী, 'ডিসকভারি রাইটস' নামে একটি নিয়ম আছে, যেখানে যেকোনো ক্লাব সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড়কে তালিকাভুক্ত করে রাখতে পারে। কোনো খেলোয়াড় যদি এমএলএসে খেলতে আসেন, তবে যেই ক্লাব তার নাম তালিকাভুক্ত করে রেখেছে, তারাই সর্বপ্রথম এবং একচেটিয়া আলোচনার সুযোগ পায়।

এখন জানা যাচ্ছে, মায়ামিই ডি ব্রুইনার সেই 'ডিসকভারি রাইটস' ধরে রেখেছে। এর মানে, অন্য কোনো ক্লাবের বাধা ছাড়া, এককভাবে ডি ব্রুইনার সঙ্গে চুক্তির আলোচনা চালাতে পারবে তারা। আর শেষ পর্যন্ত এই ডিল হলে নিঃসন্দেহে আমেরিকার ফুটবলে এক নতুন যুগের সূচনা হবে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

2h ago