লাউতারোকে পেতে ১৫০ মিলিয়ন ইউরো খরচে রাজি আর্সেনাল!

ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজের উপর ইউরোপের বড় বড় ক্লাবের আগ্রহ নতুন কিছু নয়। তবে নানা গুঞ্জনের পর ইতালির ক্লাবেই আছেন এই ফরোয়ার্ড। এবারও নতুন গুঞ্জন উঠেছে তাকে নিয়ে। ট্রান্সফারভিত্তিক স্প্যানিশ সংবাদমাধ্যম ফিচাহেসের সংবাদ অনুযায়ী, তারজন্য ১৫০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি আর্সেনাল।
ইউরোপীয় মঞ্চে নিজেদের উচ্চতর স্তরে নিয়ে যেতে অনেক দিন থেকেই একজন জাত গোলস্কোরারের সন্ধান করছে আর্সেনাল। সংবাদ অনুযায়ী, এই তালিকায় অনেকের প্রতি আগ্রহ দেখালেও ইন্টারের আক্রমণভাগের মেরুদণ্ড হিসেবে বিবেচিত লাউতারোকে আদর্শ পছন্দ হিসেবে দেখছে ক্লাবটি।
কোচ মিকেল আর্তেতাও এমন একজন খেলোয়াড় চান যিনি গোল দিতে পারেন, নেতৃত্ব দিতে পারেন এবং উচ্চ পর্যায়ে খেলার অভিজ্ঞতা রাখেন। সেই দিক থেকে লাউতারো পুরোপুরি মানানসই—তার মধ্যে আক্রমণাত্মক মানসিকতা, খেলার ধারনা ও প্রমাণিত গোলস্কোরিং দক্ষতা রয়েছে, যা সিরি আ এবং আন্তর্জাতিক ম্যাচ—উভয় ক্ষেত্রেই চোখে পড়ে।
এছাড়াও লাউতারোর বর্তমান ফর্ম তাকে ইউরোপের সেরা নাম্বার নাইনের কাতারে ফেলেছে। তাই প্রিমিয়ার লিগের গতি ও শারীরিক চাহিদার সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে লন্ডনে খুব একটা সংশয়ও নেই।
এদিকে, লাউতারোর বর্তমান চুক্তিতে কোনো রিলিজ ক্লজ নেই। ইন্টারের সঙ্গে তার পূর্বের চুক্তিতে ১১০ মিলিয়ন ইউরো মূল্যের একটি রিলিজ ক্লজ ছিল, তবে সেই শর্তটি এখন আর কার্যকর নয়। বর্তমানে, ইন্টার মিলান তাকে বিক্রি করতে চাইলে ১৫০ মিলিয়ন ট্রান্সফার ফি চাইবে বলে ধারণা করা হচ্ছে।
তবে অধিনায়কের বিদায় মানে হবে ইন্টারের ক্রীড়া প্রকল্পে বড়সড় ধাক্কা। তবুও, প্রায় ১৫০ মিলিয়ন ইউরোর বিপুল প্রস্তাব সামনে এলে, সেটিকে উপেক্ষা করা কঠিন হবে বলে জানিয়েছে ফিচাহেস। তবে আগামী কয়েক সপ্তাহ ইউরোপের অন্যতম কাঙ্ক্ষিত এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।
Comments