বার্সার বিপক্ষে সবাই শতভাগ দেয়নি, অভিযোগ ডর্টমুন্ড অধিনায়কের

এবার প্রথম পর্বেই বার্সেলোনার বিপক্ষে খেলেছিল বরুশিয়া ডর্টমুন্ড। ঘরের মাঠে লড়াই করে ২-৩ ব্যবধানে হেরেছিল তারা। তবে মন্তুজুইকে আগের রাতে যেন অসহায় আত্মসমর্পণ করেছে দলটি। আর এই হারে সতীর্থদের দায় দেখছেন অধিনায়ক এমরে চান। অনেকেই শতভাগ দিয়ে খেলেননি বলে প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বার্সেলোনার কাছে ০-৪ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয়েছে ডর্টমুন্ড। দলের এমন হারে নিজেদের কৌশলগত ভুলকে তুলে ধরেছেন অধিনায়ক। যদিও কোচের সিদ্ধান্তের কারণে নয়, বরং নিজেদের মনোভাবের অভাবই ছিল মূল কারণ বলে জানান চান।
'এটা ফরমেশনের প্রশ্ন নয়, বরং প্রশ্ন হলো সবাই শতভাগ দিতে প্রস্তুত ছিল কি-না এবং এমন ম্যাচে প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে রাজি কি-না। অনেক কিছুই আজ ভুল হয়েছে; আমরা ভালো খেলিনি। আমরা ধীরগতির ছিলাম, একতাবদ্ধ ছিলাম না। তার উপর আমরা সহজ ভুল করেছি। এই স্তরে এমন ভুল কঠোরভাবে শাস্তি পায়। এ কারণেই আজকের হার,' বলেন চান।
বার্সেলোনার শক্তি মেনে নিলেও নিজেদের ভুলকে বড় করে দেখছেন তিনি, 'আমরা একটি দুর্দান্ত বার্সেলোনার বিপক্ষে খেলেছি, এবং নিঃসন্দেহে তাদের বেশ কিছু ভালো খেলোয়াড় আছে। তাদের হারানোর একমাত্র উপায় ছিল দল হিসেবে খেলা, যেটা আমরা করতে পারিনি। আমি মনে করি, আমরা আরও ভালো করতে পারতাম, যদিও ওরা খুবই ভালো, আমি সেটা জানি।'
আমাদের সবকিছু দিয়ে লড়াই করতে হতো, কিন্তু সত্যি বলতে আমরা করিনি। এখন আমাদের ফিরতি লেগে ভালো খেলতে হবে এবং ম্যাচটা জেতার চেষ্টা করতে হবে। এটা আমাদের ভক্তদের প্রতি ঋণ, এবং আমাদের সবকিছু উজাড় করে দিতে হবে,' যোগ করেন ডর্টমুন্ড অধিনায়ক।
ম্যাচে অবশ্য বেশ কিছু ভালো সুযোগ পেয়েছিল ডর্টমুন্ড। বিশেষ করে সেরহু গুরেসি, একটি তো একেবারে ফাঁকা পোস্টে মিস করেছেন বল ঠিকঠাক পা না লাগিয়ে। তবে আগামী মঙ্গলবার ইদুনা পার্কে ফিরতি লেগের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা করছে বুন্দেসলিগায় সংগ্রাম করে অষ্টম স্থানে থাকা দলটি।
Comments