ভুটানের পথে আরও পাঁচ নারী ফুটবলার

গত ৬ এপ্রিল ভুটান ন্যাশনাল উইমেনস লিগে পারো এফসির হয়ে খেলার উদ্দেশ্যে ভুটান গিয়েছেন চার নারী ফুটবলার। রোববার সকালে ভুটানের রাজধানীর উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন আরও পাঁচজন নারী ফুটবলার।

যাত্রা করা এই ফুটবলাররা হলেন: মাসুরা পারভিন, রুপনা চাকমা, সানজিদা আখতার, মারিয়া মান্দা এবং শামসুন্নাহার সিনিয়র। মাসুরা ও রুপনা খেলবেন থিম্পু সিটি এফসির হয়ে, অন্যদিকে সানজিদা, মারিয়া এবং শামসুন্নাহার খেলবেন ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে।

আক্রমণভাগের খেলোয়াড় কৃষ্ণা রাণী সরকারকেও দলে ভিড়িয়েছে ট্রান্সপোর্ট ইউনাইটেড, তবে দলটির পক্ষ থেকে এখনও তার ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে না পারায় তিনি বাকিদের সঙ্গে যেতে পারেননি।

এর আগে, ৬ এপ্রিল যেদিন জাতীয় নারী দলের প্রধান কোচ পিটার বাটলার ছুটি শেষে দেশে ফিরে অনুশীলন ক্যাম্প শুরু করেন, সেদিন ভুটানে গিয়েছিলেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমা।

তোহুরা খাতুন এবং ৬ এপ্রিল যাওয়া চার সিনিয়রকে বাদ দিয়ে বাকি ১৩ সিনিয়র ফুটবলার কিছুদিন বাটলারের অধীনে অনুশীলন করলেও, এখন পর্যন্ত ১৮ জন সিনিয়রের কেউই ফেডারেশনের সঙ্গে কোনো চুক্তি করেননি।

ভুটানের নারী ফুটবল লিগ শুরু হওয়ার কথা ২৫ এপ্রিল, যা চলবে টানা চার মাস।

Comments

The Daily Star  | English
earthquake in Bangladesh

Hundreds feared dead after 6.0 magnitude earthquake strikes Afghanistan

The quake hit the Jalalabad area around midnight local time.

2h ago