চারটি গাড়ির সংঘর্ষ, ক্রোয়েশিয়ার সাবেক ফুটবলারের মৃত্যু

ছবি: এএফপি

ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবলার নিকোলা পোক্রিভাচ আর নেই। এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশন (এইচএনএস) শনিবার এই খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৩৯ বছর।

এই ডিফেন্সিভ মিডফিল্ডার স্বদেশি ক্লাব দিনামো জাগরেবের পাশাপাশি ফ্রান্সের এএস মোনাকো ও অস্ট্রিয়ার আরবি সালজবুর্গের মতো ক্লাবে খেলেছেন। ক্রোয়েশিয়ার হয়ে তিনি ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন।

২০১৫ সালে পোক্রিভাচের হজকিনস লিম্ফোমা নামক ক্যান্সার ধরা পড়ে। সেকারণে তিনি পেশাদার ফুটবল থেকে আগেভাগে অবসর নিতে বাধ্য হন। তবে ২০২১ সালে তিনি আবার অপেশাদার ফুটবলে ফেরেন। গত গ্রীষ্মে তিনি শৌখিনদের নিয়ে গড়া ক্রোয়েশিয়ান ক্লাব এনকে ভোইনিকে যোগ দেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গতকাল শুক্রবার সন্ধ্যায় মারাত্মক ওই দুর্ঘটনা ঘটে। মধ্য ক্রোয়েশিয়ায় অবস্থিত কার্লোভায় চারটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। পোক্রিভাচ তখন ভোইনিকের আরও তিন ফুটবলারের সঙ্গে একটি গাড়িতে ছিলেন।

জানা গেছে, অন্য একটি গাড়িতে থাকা ৪২ বছর বয়সী একজন ব্যক্তিও মারা গেছেন। পোক্রিভাচের গাড়িতে থাকা বাকি যাত্রীরা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি মারিয়ান কাস্টিচ বলেছেন, 'নিকোলা খুব ভালো একজন ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি জীবনের শেষ সময় পর্যন্ত ফুটবল খেলেছেন। একটি কঠিন রোগকে জয় করে জীবনে সাহস দেখিয়েছেন।'

তিনি আরও বলেছেন, 'আমাদের ফুটবল সম্প্রদায়ের জন্য এটি বড় ক্ষতি। বিশেষ করে, তার পরিবারের জন্য এটি খুবই কষ্টের।'

তৎকালীন যুগোস্লাভিয়াতে জন্ম নেওয়া পোক্রিভাচ ২০০৮ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। সেবার ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে উঠেছিল। তবে আন্তর্জাতিক পর্যায়ে কোনো গোল করা হয়নি তার।

কাস্টিচ যোগ করেছেন, 'আমরা একটি তরুণ জীবন হারালাম। এমন দুঃখের মুহূর্তে সান্ত্বনার ভাষা খুঁজে পাওয়া কঠিন। এই অপূরণীয় ক্ষতির জন্য আমি নিকোলার পরিবার ও প্রিয়জনদের প্রতি কেবল গভীর সমবেদনাই জানাতে পারি। এইচএনএস ও ক্রোয়েশিয়ার ফুটবল পরিবার এই কঠিন সময়ে তাদের পাশে থাকবে।'

Comments

The Daily Star  | English

High inflation, costly loans force firms to cut spending

Some manufacturers say they are now opting to reduce office utility consumption, optimise office supplies, minimise bank dependence, and find alternative funding sources.

12h ago