ঘটনাবহুল ম্যাচে ১০ জনের দল নিয়েও আবাহনীর সঙ্গে মোহামেডানের ড্র

৪২তম মিনিটে সরাসরি লাল কার্ড দেখলেন ডিফেন্ডার মাহবুব আলম। ১০ জনের দল নিয়ে তাই মর্যাদার লড়াইয়ের বাকি লম্বা সময়টা খেলতে হলো মোহামেডানকে। লাল কার্ডের ওই কাণ্ড আর পরে দর্শকদের সৃষ্ট বিশৃঙ্খলায় প্রথমার্ধে খেলা দুই দফা বন্ধও থাকল। এমন ঘটনাবহুল ম্যাচে বেশি সুযোগ পেয়েও জিততে পারল না আবাহনী। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর দ্বৈরথ শেষ হলো সমতায়।
শনিবার কুমিল্লার ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিপিএলের ম্যাচে গোলশূন্য ড্র করেছে আবাহনী ও মোহামেডান। খেলায় উত্তেজনার কমতি না থাকলেও গোল আর হয়নি।
আবাহনীর সুমন রেজাকে কনুই দিয়ে গুঁতো মেরে লাল কার্ড দেখেন মাহবুব। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ মোহামেডানের সমর্থকরা তখন বোতল ও স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন মাঠের ভেতরে। এতে কয়েক মিনিট খেলা বন্ধ থাকে। এরপর প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিট শেষে পাঁচ মিনিট সময় যোগ করা হলে ফের উত্তেজিত হয়ে পড়েন ভক্তরা। তাদেরকে শান্ত করতে গ্যালারির দিকে এগিয়ে যান মোহামেডানের খেলোয়াড় ও কর্মকর্তারা। সঙ্গে ছিল নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা। সেই দফায় আবার কয়েক মিনিট খেলা বন্ধ ছিল।
ড্র করলেও মোহামেডান স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে। আগের মতোই আবাহনীর চেয়ে তারা এগিয়ে ৪ পয়েন্টে। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে সাদা-কালোরা রয়েছে লিগের শীর্ষে। সমান ম্যাচ খেলে দুইয়ে থাকা আকাশি-নীলদের পয়েন্ট ২৭। দেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার চলতি মৌসুমে আর ছয়টি রাউন্ড বাকি আছে।
একজন কম নিয়েও মোহামেডান খারাপ লড়াই করেনি। ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে ও মিডফিল্ডার মুজাফফর মুজাফফরভের শট লক্ষ্যভ্রষ্ট হলে গোল পাওয়া হয়নি তাদের। ম্যাচের শেষদিকে অবশ্য আবাহনীর একচ্ছত্র দাপট ছিল স্পষ্ট। কিন্তু দুই ফরোয়ার্ড সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম এবং মিডফিল্ডার রাফায়েল অগুস্তো ফিনিশিংয়ে ছিলেন না কার্যকর। তাছাড়া, প্রতিপক্ষের গোলরক্ষক সুজন হোসেন বেশ কয়েকটি সেভ করে দেখান দৃঢ়তা।
সম্ভাবনা জাগিয়েও জিততে না পারায় আবাহনীর নিঃসন্দেহে হতাশ হওয়ার কথা। পূর্ণ পয়েন্ট পেলে মোহামেডানের সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্টে নামিয়ে আনতে পারত তারা। এবার বিপিএলের শিরোপা নিয়ে মূলত এই দুই ঐতিহ্যবাহী ক্লাবের মধ্যেই লড়াই চলছে। গত মৌসুমের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস তিনে অবস্থান করছে ১২ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে।
Comments