'আবাহনী-মোহামেডান ম্যাচ আর আগের মতো রোমাঞ্চকর নয়'

এক সময় ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল উত্তেজনায় ঠাঁসা। তবে কালের ক্রমে সেই জৌলুশ এখন অনেকটাই ম্লান। আগের মতো দর্শকদের ভিড় দেখা যায় না মাঠে। এই ম্যাচের উত্তেজনা এখন অনেকটাই অনুপস্থিত।

বাংলাদেশ ও আবাহনীর অধিনায়ক নাজমুল হোসেন শান্তও স্বীকার করেছেন এই জনপ্রিয়তার পতন। তবে কেন এমনটা ঘটছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট ব্যাখ্যা দিতে পারেননি তিনি, 'অবশ্যই আমরা চাই যে এই ম্যাচ নিয়ে আগের মতো উত্তেজনা থাকুক। কিন্তু হ্যাঁ, এটা সত্যি যে আগের মতো আগ্রহ আর দেখা যায় না। এখন মানুষ আগের মতো আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতে আসে না।'

'আমি যখন ২০১৫-১৬ সালে খেলা শুরু করি, তখন কিছু দর্শক গ্যালারিতে থাকত। এখন কেন সেই আগ্রহ কমে গেছে, আমি ঠিক জানি না। তবে আমরা খেলোয়াড়রা এখনও এই ম্যাচ নিয়ে উত্তেজনা অনুভব করি, দর্শকরাও করে। আশা করি, আগের মতো দর্শক আবার মাঠে ফিরে আসবে এবং খেলোয়াড়দের সমর্থন দেবে,' যোগ করেন অধিনায়ক।

স্মরণ করিয়ে দেওয়া যায় ২০২১ সালের একটি ঘটনার, যখন আবাহনী-মোহামেডান ম্যাচে এলবিডব্লিউ না দেওয়ার সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে সাকিব আল হাসান স্টাম্পে লাথি মারেন। সেই ঘটনার পর আর খুব বেশি 'উত্তপ্ত' আবাহনী-মোহামেডান ম্যাচ দেখা যায়নি।

তবে এমন ঘটনার মাধ্যমে সাময়িক উত্তেজনা তৈরি হলেও, সেগুলো মাঠের জন্য ভালো কিছু নয় বলে মনে করেন শান্ত, 'এটা সেরা কোনো ঘটনা নয়, বরং এ ধরনের ঘটনা না ঘটাই ভালো। আমি মনে করি, প্রতিবছর ম্যাচ ভালোভাবেই হয়, আমরা চাই আগামীকাল একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হোক।'

প্রসঙ্গত, মোহামেডান ও আবাহনী দুই দলই এরই মধ্যে সুপার সিক্স পর্ব নিশ্চিত করেছে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আবাহনী, আর ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহামেডান।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

12h ago