আনচেলত্তির সঙ্গে চুক্তির কাছাকাছি ব্রাজিল

কোপা দেল রের ফাইনালে বার্সেলোনার কাছে রিয়াল মাদ্রিদের হারের পর ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) এক প্রতিনিধি সেভিয়ায় গিয়েছিলেন কার্লো আনচেলত্তির সঙ্গে সাক্ষাৎ করতে। শোনা যাচ্ছে, পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের সঙ্গে চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছেন এই ইতালিয়ান কোচ।
সিবিএফের পক্ষে দিয়েগো ফার্নান্দেস গত কয়েক মাস ধরে রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এখন আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে, যেখানে ৬৫ বছর বয়সী আনচেলত্তিকে দ্রুত সেলেসাও দলে যোগ দিতে রাজি করানোর চেষ্টা চলছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম রেলেভোর তথ্যমতে, সেভিয়ায় কোপা দেল রে ফাইনাল দেখতে গিয়েছিলেন ফার্নান্দেস এবং ফাইনালের পরদিন আনচেলত্তির সঙ্গে আরেকটি বৈঠকের পরিকল্পনা রয়েছে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে দ্বিতীয় লেগ ম্যাচের পর একসঙ্গে মধ্যাহ্নভোজন করেছেন তারা।
সংবাদ অনুযায়ী, আনচেলত্তি ও ব্রাজিলের মধ্যে চুক্তির সব শর্তে মৌখিকভাবে 'সম্পূর্ণ সমঝোতা' হয়ে গিয়েছে। তবে এখনো কোনো আনুষ্ঠানিক স্বাক্ষর হয়নি। মূলত রিয়াল মাদ্রিদের প্রতি সম্মান দেখিয়ে এই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সিবিএফ দুটি প্রস্তাব দিয়েছে: এক, আনচেলত্তি মে মাসেই দায়িত্ব নেবেন; দুই, তিনি ৩০ জুনের পরে যোগ দেবেন। যদি মে মাসেই দায়িত্ব নেন, তাহলে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির শেষ বছরের সঙ্গে ক্লাব বিশ্বকাপও ছেড়ে দিতে হবে আনচেলত্তিকে।
এদিকে, চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়া এবং কোপা দেল রে ফাইনালে অতিরিক্ত সময়ে ২-৩ গোলে বার্সেলোনার কাছে হেরে যাওয়া — এই দুই ব্যর্থতায় সান্তিয়াগো বার্নাব্যুতে আনচেলত্তির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়েছে।
ফলে, রিয়াল মাদ্রিদে তাঁর বর্তমান অধ্যায় শেষ করে দিতে আগ্রহী হতে পারেন এই ইতালিয়ান কোচ। রেলেভো দাবি করছে, যদি কোনো বড় অঘটন না ঘটে, তাহলে দ্রুতই ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হয়ে উঠতে চলেছেন আনচেলত্তি।
Comments