ইন্টার ও রিয়ালের মুখোমুখি হওয়ার আগে দুঃসংবাদ পেল বার্সেলোনা

ছবি: এএফপি

হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় জুলস কুন্দে ইন্টার মিলানের বিপক্ষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ফিরতি লেগে খেলতে পারবেন না।

শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচেও তার মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা। ট্রেবল জয়ের দৌড়ে থাকা বার্সেলোনার জন্য মৌসুমের এমন গুরুত্বপূর্ণ সময়ে ফরাসি ডিফেন্ডারের ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে বড় দুঃসংবাদ।

গত বুধবার রাতে রোমাঞ্চকর লড়াইয়ে ঘরের মাঠে সেমির প্রথম লেগে ইন্টারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে কাতালানরা। ওই ম্যাচের ৪২তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ২৬ বছর বয়সী লেফট ব্যাক কুন্দে।

পরদিন স্প্যানিশ ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, 'সকালে মূল দলের খেলোয়াড় কুন্দের ওপর করা পরীক্ষানিরীক্ষায় দেখা গেছে যে, তার বাম পায়ের দূরবর্তী অংশের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে।'

কুন্দেকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটা নির্দিষ্ট করেনি বার্সেলোনা। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুসারে, অন্তত দুই সপ্তাহ লাগবে তার সেরে উঠতে।

আগামীকাল শনিবার রাতে লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে নিশ্চিতভাবেই থাকছেন না তিনি। এরপর আগামী মঙ্গলবার রাতে ইতালিয়ান ক্লাব ইন্টারের মাঠে অনুষ্ঠেয় লড়াইয়েও দর্শক হয়ে থাকবেন তিনি।

আগামী ১১ মে ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে আতিথ্য দেবে বার্সেলোনা। এবারের লা লিগার শিরোপা নির্ধারণে ওই ম্যাচটির ফল ভীষণ গুরুত্বপূর্ণ হবে। ৩৩ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে রয়েছে বার্সা। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দুইয়ে।

বার্সা অবশ্য খেলতে নামবে সাম্প্রতিক দুর্দান্ত জয়ের সুখস্মৃতি নিয়ে। গত সপ্তাহে কুন্দের জয়সূচক লক্ষ্যভেদেই কোপা দেল রের ফাইনালে রিয়ালকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা।

চলমান মৌসুমে কাতালানরা সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছে ৫৪ ম্যাচ। এর মধ্যে ৫৩টিতেই কুন্দে মাঠে নামায় হান্সি ফ্লিকের জন্য তিনি কতটা নির্ভরতার তা আর বলার অপেক্ষা রাখে না।

বার্সার কোচকে এখন নজর দিতে হবে কুন্দের বিকল্প খোঁজার দিকে। ইন্টারের বিপক্ষে প্রথম লেগে তার বদলি হিসেবে খেলেছিলেন স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া।

Comments

The Daily Star  | English

From subsistence to commercial farming

From the north-western bordering district Panchagarh to the southern coastal district Patuakhali, farmers grow multiple crops to sell at markets

4h ago