পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন রোনালদোর ছেলে

জাতীয় দলের হয়ে অসংখ্য কীর্তি গড়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এখন ক্যারিয়ারের একেবারে সায়াহ্নে এসে উপস্থিত হয়েছেন তিনি। তবে এরমধ্যেই পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ডাক পেয়েছেন তার জ্যেষ্ঠ পুত্র ক্রিস্তিয়ানো ডস সান্তোস।

মঙ্গলবার রোনালদোর বড় ছেলে দলে রেখে ঘোষণা করা হয় পর্তুগালের অনূর্ধ্ব-১৫ দল। ১৪ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে তার বাবার মতোই সৌদি আরবের আল-নাসর ক্লাবে খেলছেন। এর আগে তিনি বাবার সাবেক দুটি ক্লাব — ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্তাসের বয়সভিত্তিক দলে খেলেছেন।

আগামী ১৩ থেকে ১৮ মে পর্যন্ত ক্রোয়েশিয়ার ব্লাতকো মার্কোভিচ ইয়ুথ টুর্নামেন্টে অংশ নেবে পর্তুগালের এই অনূর্ধ্ব-১৫ দল। যেখানে তাদের প্রতিপক্ষ হবে জাপান, গ্রিস ও ইংল্যান্ড।

রিয়াল মাদ্রিদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এবং ৪০ বছর বয়সেও জাতীয় দলে খেলা চালিয়ে যাওয়া রোনালদো বর্তমানে পাঁচ সন্তানের জনক।

২০১৬ সালে ইউরো শিরোপা জিতে পর্তুগালকে তাদের প্রথম বড় কোনো আন্তর্জাতিক ট্রফি দেওয়ায় অনন্য অবদান ছিল রোনালদোর, যদিও ফাইনালে ফ্রান্সের বিপক্ষে তিনি চোট পেয়ে শুরুতেই মাঠ ছাড়তে বাধ্য হন।

Comments

The Daily Star  | English

The silent emergency: Politicisation of our healthcare sector

The erosion of trust in doctors is creating crisis for the healthcare sector.

8h ago