আইএফএফএইচএসের চোখে সর্বকালের সেরা ফুটবলার মেসি

Lionel Messi

সম্প্রতি সর্বকালের সেরা দশ ফুটবলারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান ফেডারেশন (আইএফএফএইচএস)। যেখানে শীর্ষে রয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ব্রাজিলিয়ান মহাতারকা পেলে ও আরেক আর্জেন্টাইন কিংবদন্তি দিয়াগো ম্যারাডোনাকে পেছনে ফেলেছেন তিনি।

তবে রোনালদো নাজারিও (ব্রাজিল), জিনেদিন জিদানদের (ফ্রান্স) মতো মহাতারকাদের পেছনে ফেলে এই তালিকার চার নম্বরে জায়গা করে নিয়েছেন মেসির দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয় স্থানে আছেন পেলে এবং তৃতীয় স্থানে ম্যারাডোনা। নেদারল্যান্ডসের ইউহান ক্রুইফ আছেন পাঁচ নম্বরে।

ছয় ও সাত নম্বরে আছেন যথাক্রমে রোনালদো নাজারিও এবং জিনেদিন জিদান। সেরা দশের বাকি তিন খেলোয়াড় - ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি), আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন) এবং রোনালদিনহো (ব্রাজিল)।

আইএফএফএইচএস, ১৯৮৪ সালে জার্মানির লাইপজিগে প্রতিষ্ঠিত, বিশ্বজুড়ে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান রক্ষণাবেক্ষণের স্বীকৃত একটি সংস্থা। তারা জানিয়েছে, এই তালিকা তৈরির জন্য তারা বিশ্বজুড়ে বিশেষজ্ঞ ও ভক্তদের মতামত মিলিয়ে একটি হাইব্রিড পদ্ধতি অনুসরণ করেছে।

তাদের ভাষায়, 'চূড়ান্ত র‌্যাংকিং তৈরি হয়েছে ১০০ জন নিবন্ধিত অফলাইন বিশেষজ্ঞের ভোট (২৫%) এবং অনলাইন ভোট (৭৫%)-এর ভিত্তিতে, যেখানে বিশ্বব্যাপী ভক্ত ও গণমাধ্যম অংশ নিয়েছেন।'

এতে করে অতীতের পারফরম্যান্সের মূল্যায়নের পাশাপাশি বর্তমান প্রজন্মের জনপ্রিয়তাও গুরুত্ব পেয়েছে।

আইএফএফএইচএসের সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা:

১) লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২) পেলে (ব্রাজিল)

৩) ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)

৪) ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)

৫) ইউহান ক্রুইফ (নেদারল্যান্ডস)

৬) রোনালদো নাজারিও (ব্রাজিল)

৭) জিনেদিন জিদান (ফ্রান্স)

৮) ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (জার্মানি)

৯) আলফ্রেদো ডি স্টেফানো (আর্জেন্টিনা/স্পেন)

১০) রোনালদিনহো (ব্রাজিল)

Comments

The Daily Star  | English

Israeli military says it attacked 6 airports in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago