বাংলাদেশের জার্সিতে নামতে রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় শমিত

কানাডা জাতীয় দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার শমিত সোম বাংলাদেশের হয়ে খেলতে ফিফার ছাড়পত্র পেয়েছেন। আসছে জুনে সিঙ্গাপুরের বিপক্ষেই লাল সবুজ জার্সিতে অভিষেক হতে পারে তার। এক ভিডিও বার্তায় শমিত জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলতে মুখিয়ে আছেন তিনি। ২৭ পেরুনো এই মিডফিল্ডার বাফুফে ও ফুটবল সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন।
ফিফা উইন্ডোর বাইরে কানাডা জাতীয় দলের হয়ে দুই ম্যাচ খেলেন শমিত। বাংলাদেশি বাবা-মায়ের সন্তান শমিতের জন্ম ও বেড়ে উঠা কানাডাতেই। বর্তমানে কানাডা প্রিমিয়ার লিগের দল ক্যাভলেরি এফসিতে খেলেন তিনি। তাকে জাতীয় দলে পেতে অনেকদিন ধরেই আগ্রহী ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলার পর শমিতও ইতিবাচক সাড়া দিলে শুরু হয় প্রক্রিয়া। দ্রুততম সময়ে জন্ম নিবন্ধন ও বাংলাদেশের পাসপোর্ট করিয়ে ফিফার অনুমোদনও পেয়ে গেছেন তিনি। সব ঠিক থাকলে ১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইতে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হবে শমিতের।
ফিফার অনুমোদন পাওয়ার পর বাফুফের পাঠানো ভিডিও বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করে ধন্যবাদ জ্ঞাপন করেন শমিত, 'হ্যালো, আমি শমিত সোম। আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আমি রোমাঞ্চ নিয়ে মুখিয়ে আছি। আমাকে সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ। এই প্রক্রিয়াটা দ্রুত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।'
শমিতের বাবা মানস সোমের বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, তার মা নন্দিতা সোমের জন্ম ব্রাহ্মণবাড়িয়ায়। এই সূত্রেই কানাডায় জন্মালেও বাংলাদেশের ফুটবলার হয়ে গেলেন শমিত।
এদিকে, হামজা চৌধুরী ও শমিত সোমের পর, বাফুফে এখন অনূর্ধ্ব-২৩ দলের জন্য দুই জন হাই-প্রোফাইল তরুণ যমজ ডেকলান ও কনর সুলিভান দিকে নজর রাখছে। যুক্তরাষ্ট্রের এই ফুটবলাররা নানির সূত্রে পেতে পারেন বাংলাদেশের নাগরিকত্ব।
Comments