অন্য কোন ক্লাবে আর কোচিং করাতে চান না আনচেলত্তি

Carlo Ancelotti

রিয়াল মাদ্রিদের বিদায়ী কোচ কার্লো আনচেলত্তি বলেছেন ভবিষ্যতে অন্য কোনো ক্লাবে কোচিং করানোর তার কোনো ইচ্ছা নেই। দ্বিতীয় মেয়াদে স্প্যানিশ ক্লাবটিতে চার সফল বছর কাটানোর পর ইতালীয় এই কোচ ব্রাজিল জাতীয় দলে যোগ দিতে যাচ্ছেন।

৬৫ বছর বয়সী আনচেলত্তির কোচিং ক্যারিয়ার ঋদ্ধ। বায়ার্ন মিউনিখ, এসি মিলান এবং চেলসির হয়ে দায়িত্ব পালন করেন, রিয়াল মাদ্রিদের হয়ে জেতেন সম্ভাব্য সব ট্রফি। রিয়ালে তার অর্জনের মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, দুটি লা লিগা শিরোপা, দুটি স্প্যানিশ কাপ, দুটি স্প্যানিশ সুপার কাপ, দুটি ক্লাব বিশ্বকাপ, তিনটি উয়েফা সুপার কাপ এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ।

ক্লাব ফুটবল ছেড়ে একটি জাতীয় দলের  দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের পাঠ চুকিয়ে ফের রিয়ালে ফিরবেন কিনা এই প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, 'এগুলো আমি জানি না।'

এরপর খোলাসা করে জানান রিয়াল ছাড়া আর কোন ক্লাবে কোচিং করাতে চান না তিনি,  'আমার অন্য কোনো ক্লাবে কোচিং করানোর ইচ্ছা নেই, অথবা মাদ্রিদের পর আমার কোনো ইচ্ছা ছিল না। এটাই আমি বলেছি এবং আমি বজায় রাখছি। ভবিষ্যতে... আমি জানি না। তবে সবচেয়ে জরুরি হলো ব্রাজিলের সঙ্গে ভালো করা।'

রিয়াল ছেড়ে আর কোন ক্লাবে না গিয়ে ব্রাজিলের মতন ইতিহাস সমৃদ্ধ জাতীয় দলে যেতে পারে উচ্ছ্বসিত তিনি, 'আমি খুব উচ্ছ্বসিত যে অন্য কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করে মাদ্রিদের প্রতি বিশ্বাসঘাতকতা না করে এবং সবচেয়ে বেশি ইতিহাসের অধিকারী, পাঁচবারের চ্যাম্পিয়ন জাতীয় দলে যাওয়ার সুযোগ পেয়েছি। এটা একটা দারুণ চ্যালেঞ্জ, তবে ব্রাজিলের সঙ্গে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে পারাটা আমি উপভোগ করছি।'

গণমাধ্যমের খবরে রিয়ালের প্রাক্তন মিডফিল্ডার জাবি আলোনসো প্রধান কোচ হিসেবে ক্লাবটির দায়িত্ব নিবেন। এই স্প্যানিয়ার্ড মৌসুম শেষে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেন ছাড়ছেন, তবে আনচেলত্তি তার প্রাক্তন খেলোয়াড়ের জন্য কোনো পরামর্শ দিতে চাননি, 'সবার নিজস্ব পদ্ধতি আছে, তবে তাকে মাদ্রিদ উপভোগ করতে দিন। আমি তাকে শুভকামনা জানাই।'

Comments

The Daily Star  | English

Israeli military says it attacked 6 airports in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago