দিয়াজ ‘বিক্রির জন্য নয়’, বার্সেলোনার উদ্দেশে লিভারপুল

ছবি: এএফপি

দলবদলের জন্য ফরোয়ার্ড লুইস দিয়াজের সঙ্গে বার্সেলোনার যোগাযোগের প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে লিভারপুল। ফলে তার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে।

বৃহস্পতিবার ইংলিশ ক্লাবটির একটি সূত্র ব্রিটিশ গণমাধ্যম বিবিসি স্পোর্টকে জানিয়েছে, সবশেষ ২০২৪-২৫ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই কলম্বিয়ান তারকা 'বিক্রির জন্য নয়'।

২৮ বছর বয়সী দিয়াজ ২০২২ সালের জানুয়ারিতে পর্তুগিজ ক্লাব এফসি পোর্তো থেকে লিভারপুলে যোগ দেন। আগামী ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে অ্যানফিল্ডের দলটির।

সবশেষ মৌসুমের প্রিমিয়ার লিগে দিয়াজ ১৩টি গোল করে লিভারপুলকে ১০ পয়েন্টের ব্যবধানে শিরোপা জেতাতে সাহায্য করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে তিনি ১৭টি গোল ও ৫টি অ্যাসিস্ট করেন।

গত বছর গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ম্যানচেস্টার সিটির পাশপাশি সৌদি প্রো লিগ থেকে দিয়াজের প্রতি আগ্রহ দেখা গিয়েছিল। এবার স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সা আগ্রহ প্রকাশ করায় তার লিভারপুল ছাড়ার গুঞ্জন তৈরি হয়েছে।

বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও আর্জেন্টিনার বিপক্ষে খেলার জন্য বর্তমানে জাতীয় দলের সঙ্গে রয়েছেন দিয়াজ। তিনি কিছুদিন আগে অলরেডদের ডেরায় খুশি থাকার কথা বলেছেন, 'আমি লিভারপুলে থেকে খুবই আনন্দিত— এটা আগেও বলেছি। এখানে সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে।'

তবে নতুন ঠিকানায় পাড়ি জমানোর সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি, 'ট্রান্সফার উইন্ডো আসছে সামনে। আমাদের (দুই পক্ষের জন্য) জন্য কোনটা সেরা হতে পারে তা নিয়ে আমরা চিন্তা করছি। দেখা যাক কী ঘটে।'

সম্প্রতি দিয়াজ ও তার বান্ধবী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিভারপুলের সমর্থকদের উদ্দেশে একটি দীর্ঘ বার্তা দেন। সেটাকে অনেকেই অবশ্য বিদায়ের ইঙ্গিত হিসেবে দেখছেন।

Comments

The Daily Star  | English

Anatomy of BGB shootings in Rampura

It was 6:14pm on Friday, July 19, 2024. Two Border Guard Bangladesh (BGB) personnel were advancing into Banasree G Block in Dhaka.

1d ago