হামজা-ফাহামেদুলের সঙ্গে প্রথমবার বাংলাদেশ দলে শমিত

সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ সামনে রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। ২৬ সদস্যের এই স্কোয়াডে অনুমিতভাবে আছেন ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরী ও ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। তাদের পাশাপাশি প্রথমবারের মতো লাল-সবুজ জার্সিতে ডাক পেয়েছেন কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোম।

আজ বুধবার বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ঘোষণা করেছেন প্রাথমিক স্কোয়াড। আগামী ১০ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের মুখোমুখি হবে স্বাগতিক দল।

শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। ওই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেকের স্বাদ পান ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা। আর মিডফিল্ডার শমিত ও ফরোয়ার্ড ফাহামেদুল আছেন লাল-সবুজ জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামার অপেক্ষায়।

ভারতের বিপক্ষে ঘোষিত ৩০ জনের প্রাথমিক ক্যাম্পে থাকলেও কোচের সিদ্ধান্তে চূড়ান্ত স্কোয়াডে ছিলেন না ১৮ বছর বয়সী ফাহামেদুল। তার বাদ পড়া নিয়ে প্রবল আলোচনা-সমালোচনা হয়েছিল সেসময়। তিনি এখন খেলছেন ইতালিয়ান সিরি ডির ক্লাব ওলবিয়া কালচিওতে। অন্যদিকে, ২৭ বছর বয়সী শমিত বাংলাদেশের পক্ষে খেলার জন্য চলতি মাসের শুরুর দিকে ফিফার কাছ থেকে অনুমোদন পান। তিনি বর্তমানে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব ক্যাভালরি এফসির প্রতিনিধিত্ব করছেন।

দলে ফিরেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত ও আবাহনী লিমিটেডের ফরোয়ার্ড সুমন রেজা। ভারতের বিপক্ষে ক্যাম্পে থাকাদের মধ্যে বাদ পড়েছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, তিন মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা, পাপন সিং ও চন্দন রায় এবং দুই ফরোয়ার্ড আরিফ হোসেন ও পিয়াস আহমেদ নোভা। এদের মধ্যে সোহেল ও চন্দন চূড়ান্ত স্কোয়াডেও ছিলেন।

স্প্যানিশ কোচ কাবরেরার অধীনে আগামী ৩০ মে শুরু হবে ক্যাম্প। সেখানে যোগ দিতে আজ সকালেই ফাহামেদুল এসে পৌঁছালেও হামজা ও শমিত যথাক্রমে আগামী ২ ও ৩ জুন বাংলাদেশে পা রাখবেন।

সিঙ্গাপুরকে মোকাবিলার আগে আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

বাংলাদেশের ২৬ সদস্যের প্রাথমিক স্কোয়াড:

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ

ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, রহমত মিয়া, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন

মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী, শমিত সোম

ফরোয়ার্ড: ফাহামেদুল ইসলাম, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, সুমন রেজা।

Comments

The Daily Star  | English
July Declaration: Where is the roadmap for our future journey?

July Declaration: Where is the roadmap for our future journey?

Denigration of our Liberation War will never be acceptable

9h ago