ছবিতে: ঘরের হামজার মাঠে স্বপ্নময় অভিষেক

ঘরের মাঠে অভিষেকে ১৬ হাজার দর্শককে মুগ্ধ করেছেন হামজা চৌধুরী। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই দুর্দান্ত এক হেডে গোল করে ভুটানের বিপক্ষে বাংলাদেশের ২-০ ব্যবধানের জয়ের পথ তৈরি করে দেন লেস্টার সিটির এই মিডফিল্ডার।

বুধবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে মিডফিল্ডার হিসেবে মাত্র ৪৫ মিনিট খেলেই নজর কাড়েন হামজা। তার বল স্পর্শ, পাস ও ট্যাকল—প্রতিটি মুহূর্তেই গ্যালারি থেকে উঠে আসে গর্জে ওঠা করতালি।

ছবি: ফিরোজ আহমেদ

 

Comments

The Daily Star  | English

Early US intel assessment suggests strikes on Iran did not destroy nuclear sites: CNN

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago