ইন্টার ছেড়ে আল-হিলালে ইনজাগি

শেষ পর্যন্ত ইন্টার মিলান ছেড়ে সৌদি প্রো লিগের জায়ান্ট ক্লাব আল-হিলালের দায়িত্ব নিয়েছেন সিমোন ইনজাগি। বুধবার এই ইতালিয়ান টেকনিশিয়ানকে নতুন কোচ হিসেবে দায়িত্ব দেওয়ার  আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে সৌদির ক্লাবটি।

গত মঙ্গলবারই ইন্টার মিলান থেকে পদত্যাগ করেন ইনজাগি। চলতি মৌসুম তাদের জন্য শেষ হয়েছে একেবারেই হতাশাজনকভাবে। অথচ এক পর্যায়ে ট্রেবল জয়ের সম্ভাবনা ছিল তাদের। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজির কাছে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত হয়ে কোনো ট্রফি ছাড়াই বিদায় নেয় দলটি।

প্যারিসে আনুষ্ঠানিকভাবে আল-হিলালের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন ৪৯ বছর বয়সী এই কোচ। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চুক্তির আওতায় ইনজাগি আগামী দুই মৌসুমে দলের দায়িত্বে থাকবেন।

ইতালির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইনজাগির এই চুক্তির আর্থিক মূল্য হতে পারে প্রতি মৌসুমে ৩০ মিলিয়ন ইউরো পর্যন্ত, যা প্রায় ৩৪.২৫ মিলিয়ন মার্কিন ডলার।

ইন্টার মিলানে তার কোচিং ক্যারিয়ার ছিল সাফল্যমণ্ডিত—একটি সিরি আ শিরোপা, দুটি কোপা ইতালিয়া এবং তিনটি ইতালিয়ান সুপার কাপসহ মোট ছয়টি ট্রফি জিতেছেন ইনজাগি।

এই সাফল্যের ধারাবাহিকতা এবার তিনি আল-হিলালে এনে দিতে চান, যারা সৌদি লিগের ইতিহাসে সর্বোচ্চ ১৯ বার চ্যাম্পিয়ন হয়েছে এবং চারবার এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে।

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনজাগিকে পরিচয় করিয়ে দিতে আল-হিলাল তাকে আখ্যা দিয়েছে—'দ্য ইতালিয়ান জিনিয়াস' নামে।

নতুন দায়িত্বে ইনজাগির প্রথম চ্যালেঞ্জ আসছে ক্লাব বিশ্বকাপে, যেখানে যুক্তরাষ্ট্রে ১৮ জুন আল-হিলাল মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের।

Comments

The Daily Star  | English

Biman flies high with record profit in FY25

Of its 55-year journey, the national flag carrier posted profit in 26 years

11h ago