রোনালদো বনাম ইয়ামাল: নেশন্স লিগ ফাইনালে দুই প্রজন্মের লড়াই

cristiano ronaldo vs lamine yamal

একজন পেরিয়েছেন চল্লিশের ঘর, আরেকজন কেবল সতেরো। বয়সের বিস্তর পার্থক্যই বলে দেয় ক্রিস্তিয়ানো রোনালদো আর লামিন ইয়ামাল পুরোপুরি ভিন্ন প্রজন্মের মানুষ। ইয়ামালের যখন জন্ম হয়, ততদিনে আন্তর্জাতিক ফুটবলে চার বছর পার করে দিয়েছেন রোনালদো। এখন আছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়, আর ইমায়াল যেন উদিত সূর্য। এই দুই তারকা প্রথমবার কোন ফাইনাল মঞ্চে মুখোমুখি হচ্ছেন।

জার্মানির অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আজ রাতে (বাংলাদেশ সময় রাত ১টা) উয়েফা নেশন্স লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি পর্তুগাল ও স্পেন। এই হাইভোল্টেজ ম্যাচের মূল আকর্ষণ পরিণত হয়েছে ৪০ বছর বয়সী মহাতারকা রোনালদো এবং ১৭ বছর বয়সী তরুণ সেনসেশন ইয়ামালের দ্বৈরথে।

অভিজ্ঞতার পাহাড় বনাম দুর্বার তারুণ্য:

পাঁচবার ব্যালন ডি'অর জয়ী রোনালদো আন্তর্জাতিক ফুটবলে রেকর্ড ১৩৭টি গোলের মালিক, আজও পর্তুগিজ আক্রমণের প্রাণভোমরা। সেমিফাইনালে জার্মানির বিপক্ষে তার জয়সূচক গোলটিই প্রমাণ করে বয়স তার ধার কমায়নি। অন্যদিকে, স্পেনের হয়ে মাত্র ২০ ম্যাচ খেলেই ৬ গোল করা ইয়ামাল ইতিমধ্যেই বিশ্ব ফুটবলে নিজের আগমনী বার্তা দিয়েছেন। এই মৌসুমে বার্সেলোনার হয়ে ঘরোয়া তিনটি ট্রফি জয়ে তার ভূমিকা ছিল অনবদ্য। অনেকে তাকে এই মৌসুমের ব্যালন ডি'অরের অন্যতম ফেভারিট হিসেবেও দেখছেন।

শিরোপার ক্ষুধা ও ঐতিহাসিক মুহূর্ত:

রোনালদোর ঝুলিতে ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ সালের নেশন্স লিগের শিরোপা রয়েছে। এবারও তিনি শিরোপার জন্য ক্ষুধার্ত। অন্যদিকে, ইয়ামাল এখনও নেশন্স লিগ ট্রফির স্বাদ পাননি। ২০২৩ সালে স্পেন যখন এই ট্রফি জিতেছিল, তখন তিনি জাতীয় দলের বাইরে ছিলেন। যদি স্পেন আজ জেতে, তাহলে ১৭ বছর বয়সেই দুটি মেজর ট্রফি জয়ের ইতিহাস গড়বেন এই তরুণ তারকা।

আলোচনায় দুই তারকার দ্বৈরথ:

ফাইনালের দুই প্রতিপক্ষ পর্তুগাল ও স্পেনকে ছাপিয়ে আলোচনা চলছে রোনালদো ও ইয়ামালকে ঘিরে। অনেকেই ম্যাচটিকে পর্তুগিজ মহাতারকার বিপক্ষে স্প্যানিশ তরুণ সেনসেশনের লড়াই হিসেবে দেখছেন। যদিও পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেসের মতো অনেকে মনে করেন, এটি দুটি জাতীয় দলের লড়াই, কোনো ব্যক্তির নয়। তবে ফুটবলপ্রেমীরা এই দুই প্রজন্মের তারকার মুখোমুখি হওয়া নিয়ে উচ্ছ্বসিত।

Comments

The Daily Star  | English

Bangladesh’s human rights situation stable, but concerns remain: US State Dept report

It also highlights severe curbs on free speech, media, labor rights, and child protection, including violence, censorship, and unjustified arrests

1h ago