র‍্যাঙ্কিংয়ে সুখবর বাংলাদেশের মেয়েদের

ছবি: বাফুফে

এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্ব শুরুর ঠিক আগে সুখবর পেয়েছে বাংলাদেশের নারী ফুটবল দল। ফিফা নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে তারা। তাতে টুর্নামেন্ট শুরুর আগে দারুণ আত্মবিশ্বাস অর্জন করেছে দলটি।

সর্বশেষ র‍্যাঙ্কিং অনুযায়ী তারা ১২৮তম স্থানে রয়েছে বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার ফিফার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশই তাদের অবস্থানের উন্নতি করেছে।

এই অগ্রগতির পেছনে রয়েছে দুটি চমৎকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ফল। ৯৫তম র‍্যাঙ্কিংধারী ইন্দোনেশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র এবং ৭৫তম র‍্যাঙ্কিংধারী জর্ডানের বিপক্ষে ২-২ গোলে দারুণ প্রত্যাবর্তন। আফেইদা খন্দকার, মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার লড়াকু পারফরম্যান্সের ফলে উচ্চ র‍্যাঙ্কিংধারীদের বিপক্ষে কাঙ্ক্ষিত ফল পেয়েছে কোচ পিটার বাটলারের দল।

বাংলাদেশ যখন উন্নতির আনন্দে উচ্ছ্বাস করছে, তখন দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো রয়েছে স্থবিরতা কিংবা পতনের ধারায়। ভারত দুই ম্যাচে উজবেকিস্তানের কাছে হেরে এক ধাপ পিছিয়ে ৭০তম স্থানে নেমেছে, নেপালও থাইল্যান্ডের বিপক্ষে হারের ফলে এক ধাপ পিছিয়ে এখন ১০০তম। শ্রীলঙ্কা সৌদি আরবের বিপক্ষে হেরে ১৫৯তম স্থানে নেমেছে।

ভুটান অবশ্য হংকংয়ের বিপক্ষে দুটি ড্রয়ের পরেও ১৭১তম অবস্থানে স্থির রয়েছে। অন্যদিকে কোনো ম্যাচ না খেলা পাকিস্তান (১৫৯) ও মালদ্বীপ (১৬৩)-এর অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

আগামী ২৯ জুন মিয়ানমারে শুরু হচ্ছে বাংলাদেশের নারী দলের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব। 'সি' গ্রুপে তাদের প্রতিপক্ষ স্বাগতিক মায়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান।

Comments

The Daily Star  | English
Bangladesh-Myanmar border landmine explosion

Bangladesh-Myanmar border: Landmine-related injuries on the rise

Having lost her right leg in a landmine explosion, Nur Kaida, a 23-year-old Rohingya woman, now feels helpless at a refugee camp in Teknaf.

12h ago