আমি আমার হৃদয়ের কথা শুনেছি: সান্তোসে চুক্তি নবায়ন করে নেইমার

Neymar

সপ্তাহব্যাপী নানা গুঞ্জনের পর শেষ পর্যন্ত শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে নতুন এক চুক্তিতে স্বাক্ষর করেছেন নেইমার। যদিও তাকে পেতে জোশে মরিনহোর ক্লাব ফেনেরবেক সহ বেশ কিছু ইউরোপিয়ান ক্লাব তার প্রতি আগ্রহ দেখিয়েছিল। তবে আবেগ ও হৃদয়ের টানে শৈশবের ক্লাবেই থেকে গেলেন তিনি।

জানুয়ারিতে করা আগের চুক্তিটি চলতি বছরের ৩০ জুন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নতুন চুক্তি অনুযায়ী, ২০২৫ সালের শেষ পর্যন্ত সান্তোসেই থাকছেন নেইমার। সান্তোস ক্লাবের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা ও নেইমারের বাবার মধ্যে মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই নতুন চুক্তি সম্পন্ন হয়।

গত সপ্তাহেও শোনা যাচ্ছিল ইউরোপের একাধিক চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব নেইমারকে দলে নিতে আগ্রহী। ধারণা করা হচ্ছিল ২০২৬ বিশ্বকাপকে মাথায় রেখে ফিটনেসকে প্রাধান্য দিয়ে হয়তো ইউরোপে ফিরতে পারেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নিজ দেশেই থাকার সিদ্ধান্ত নেন তিনি।

চুক্তি নবায়নের পর সান্তোসের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমার বলেন, 'আমি একটি সিদ্ধান্ত নিয়েছি এবং আমি আমার হৃদয়ের কথা শুনেছি। সান্তোস শুধু আমার দল নয়, এটা আমার ঘর, আমার শেকড়, আমার ইতিহাস, আমার জীবন। এখানেই আমি ছেলে থেকে পুরুষ হয়েছি, এখানেই আমি ভালোবাসা পেয়েছি।'

'এখানে আমি নিজের মতো করে বাঁচতে পারি, সত্যিকারের খুশি থাকতে পারি। এখানেই আমি আমার ক্যারিয়ারের অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে চাই। আমাকে কিছুই থামাতে পারবে না। আমি যাই, আবার ফিরি, এবং এবার আমি থাকছি—সেই জায়গায়, যেখানে সবকিছু শুরু হয়েছিল, আর যা কোনোদিন শেষ হবে না,' যোগ করেন নেইমার।

সেলেসাও তারকা এখন আশাবাদী, বাকি বছরটা তিনি ইনজুরি ছাড়াই কাটাতে পারবেন এবং মাঠে পর্যাপ্ত সময় পেয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে মুগ্ধ করতে পারবেন। বার্সেলোনা ও পিএসজির সাবেক এই তারকার চূড়ান্ত স্বপ্ন হলো ২০২৬ সালের বিশ্বকাপে দেশের হয়ে চতুর্থবারের মতো অংশগ্রহণ করা।

Comments

The Daily Star  | English

Nahid calls for preparations for another mass uprising if ‘old game’ doesn’t end

He made these remarks during a street rally at Chashara intersection, Narayangaj

24m ago