পিএসজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ এমবাপের

সাবেক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) বিরুদ্ধে নৈতিক হয়রানির অভিযোগ এনেছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপে। এই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

বার্তা সংস্থাটিকে মুলত প্যারিসের প্রসিকিউটর অফিস বিষয়টি নিশ্চিত করে। এটি এমবাপে ও পিএসজির মধ্যে চলমান একটি বৃহত্তর আইনি লড়াইয়ের অংশ। ২৫ বছর বয়সী এই তারকা আদালতের মাধ্যমে দাবি করছেন, ক্লাবটি তার ৫৫ মিলিয়ন ইউরো (প্রায় ৬৪.৪ মিলিয়ন ডলার) পরিশোধ করেনি, যার মধ্যে রয়েছে বেতন ও বোনাস।

এই অভিযোগের কেন্দ্রে রয়েছে ২০২৩-২৪ মৌসুমের শুরুতে ক্লাব কর্তৃক তার সঙ্গে করা আচরণ। এমবাপে দাবি করছেন, নতুন চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানানোয় তাকে দল থেকে কার্যত বাদ দেওয়া হয় এবং এমন সব খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনে পাঠানো হয়, যাদের বিদায় করতে চাচ্ছিল ক্লাবটি।

এই ধরনের আচরণ শুধু এমবাপেকেই নয়, আরও কিছু পেশাদার ফুটবলারকেও ভুক্তভোগী করেছে। বিষয়টি নিয়ে ফরাসি ফুটবলারদের সংগঠন ইউএনএফপি গত বছর আনুষ্ঠানিক অভিযোগও দায়ের করেছিল।

২০২৩ সালে পিএসজির প্রাক-মৌসুম এশিয়া সফরের দলেও রাখা হয়নি এমবাপেকে। মৌসুমের প্রথম ম্যাচও খেলতে পারেননি। পরে অবশ্য ক্লাবের সঙ্গে আলোচনা শেষে আবার মূল দলে ফেরানো হয় তাকে।

পিএসজিতে সাত মৌসুম কাটিয়ে গত গ্রীষ্মে এমবাপে যোগ দেন রিয়াল মাদ্রিদে। ফরাসি ক্লাবটির হয়ে তিনি ৩০৮ ম্যাচে করেছেন ২৫৬ গোল। তার বিদায়ের পরেই প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতে পিএসজি।

Comments

The Daily Star  | English

The life cycles of household brands

For many, these products are inseparable from personal memory

13h ago