'ঋতুপর্ণা বাংলাদেশের মেসি'

ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৭৩ ধাপ এগিয়ে প্রতিপক্ষ মায়ানমার। কিন্তু তারপরও দলটিকে হারিয়ে এশিয়ান কাপ নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা। মূলত ঋতুপর্ণা চাকমার কাছেই হেরে যায় মায়ানমার। তাতে প্রশংসায় ভাসছেন বাংলাদেশের এই তরুণী। এমনকি ঋতুপর্ণাকে 'বাংলাদেশের মেসি' বলে উপাধি দিয়েছেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ।
বুধবার ইয়াঙ্গুনের থুয়ান্না স্টেডিয়ামে বাছাইপর্বের 'সি' গ্রুপের ম্যাচে মায়ানমারকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর বাহরাইনের সঙ্গে ২-২ গোলে তুর্কমেনিস্তান ড্র করায় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের এশিয়ান কাপ। বাংলাদেশের এই সাফল্যের পর বৃহস্পতিবার গণমাধ্যমের কাছে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কিরণ। বাফুফে ভবনে তিনি প্রতিক্রিয়া জানাতে গিয়ে ঋতুপর্ণাকে 'বাংলাদেশের মেসি' বলেন তিনি।
মূলত বিষয়টি উঠে আসে বাংলাদেশের পুরুষ দলের তারকা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর প্রসঙ্গে। তার সঙ্গে মেয়েদের দলে ঋতুপর্ণা চাকমাকে কীভাবে তুলনা করবেন জানতে চাইলে কিরণ বলেছেন, 'ঋতুপর্ণা বাংলাদেশের মেসি। হামজাও ভালো ফুটবলার কোনো সন্দেহ নেই। হামজাও আমাদের দেশের জন্য গর্বের। সামনে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ আছে। আমার বিশ্বাস, সেখানেও হামজা ভালো করবে। ছেলেরাও এগিয়ে যাবে।'
'ছেলে-মেয়ে দুটো দলই আমাদের, তুলনা করার কিছু নেই। কিন্তু আবারও বলছি, ঋতুপর্ণা আমাদের মেসি, এটা বলার অপেক্ষা নেই। ও যেভাবে বল টেনে নিয়ে যায়, মেসি ছাড়া তো আর কারও মতো নয়,' যোগ করেন বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন কিরণ।
এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের পর এখন বাংলাদেশের লক্ষ্য আরও বড়। বিশ্বকাপে খেলতে চায় তারা। এরজন্য এশিয়ান কাপের সেরা ছয় দলের একটিতে থাকতে হবে মেয়েদের। তবে সেরা আট দলে থাকলেও সুযোগ থাকছে। সেক্ষেত্রে ইন্টারকন্টিনেন্টাল প্লে অফের বাধা পেরুতে হবে। আর এরজন্য চাই ভালো প্রস্তুতি। আর সেই প্রস্তুতি নিশ্চিত করতে খুব শিগগিরই বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আউয়ালের সঙ্গে আলোচনা করবেন কিরণ।
'কাল-পরশুর ভেতরে আমি বাফুফে সভাপতির সঙ্গে কথা বলব। অবশ্যই পরিকল্পনা আছে। কারণ সুযোগ বারবার আসে না। আমাদের যেহেতু সুযোগ এসেছে আমরা সেটাকে সঠিকভাবে ব্যবহার করব। আমরা অবশ্যই আরও শক্তিশালী দলের বিপক্ষে খেলতে চাই। কারণ এশিয়ান কাপে কিন্তু অনেক শক্তিশালী দেশ খেলবে। জাপান, কোরিয়া, চীন, অস্ট্রেলিয়া থাকবে। তাই সেই প্রস্তুতি নিয়েই আমাদের যেতে হবে। যে কয় মাস পাব, আমি সেটাকে সেভাবে ব্যবহার করব,' বলেন কিরণ।
এরমধ্যেই কোচ পিটার বাটলারের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান তিনি, 'ইতোমধ্যে বাটলারের সঙ্গে সেভাবেই কথা হয়েছে। আমাদের মনোযোগ ও নজর থাকবে সেখানে, যেন আরও ভালো কিছু করতে পারি। আমাদের লক্ষ্য থাকবে সেরা ছয়ে থাকার। আমাদের তো অনেক বড় স্বপ্ন বিশ্বকাপ খেলা। সেটার জন্যই আমরা মাঠে নামব, সেটা জন্যই কাজ করব।'
এশিয়ান কাপে ঋতুপর্ণারা নজর করতে পারলে বড় বড় ক্লাব থেকেও প্রস্তাব আসবে বলে মনে করেন কিরণ, 'ফাইনাল খেলতে ওরা যখন অস্ট্রেলিয়াতে যাবে, ঋতুপর্ণা এই লেভেলে খেললে তখন দেখবেন ইউরোপিয়ান ক্লাব থেকে ওর কাছে অফার আসবে। বিভিন্ন দেশ থেকে অফার আসবে। খেলোয়াড়দের খেলাগুলো মানুষের দেখতে হবে। মানুষ যখন খেলা দেখবে তখন অফার আসবে। পুশ করে ভালো জায়গায় খেলানো যায়।'
Comments