চেলসির চ্যালেঞ্জের মুখোমুখি দুর্বার পিএসজি

মৌসুমের পঞ্চম শিরোপার সামনে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। প্রতিপক্ষ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে আসা ইংলিশ ক্লাব চেলসি। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে মুখোমুখি হচ্ছে দলদুটি।
বিশ্বসেরা ক্লাবের আসনে আসীন পিএসজি এবারের আসরে অপরাজিত থেকে ফাইনালে উঠে এসেছে। তাদের সাহসী, উদ্যমী ও তরুণদের নিয়ে গড়া দল যেন আধুনিক ফুটবলের নতুন এক রূপকথা। প্রতিটি প্রতিযোগিতায় প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দিয়ে এসেছে তারা।
টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটালের মালিকানাধীন চেলসি এখন নতুন করে নিজেদের গড়ে তুলছে। কনফারেন্স লিগ জয় করে আত্মবিশ্বাসে টগবগে 'দ্য ব্লুজ' এখন এক জয় দূরে সেই বিশ্বমঞ্চে এক অবিস্মরণীয় বার্তা ছড়িয়ে দিতে, যা শুধু তাদের প্রকল্পকেই সার্থকতা দেবে না বরং থামিয়ে দিতে পারে পিএসজির দুরন্ত দৌড়।
ম্যাচটি ঘিরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- এই প্রথমবারের মতো পুরুষদের আন্তর্জাতিক ক্লাব ফুটবলের কোনো বড় ফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ফ্রান্সের দুই ক্লাব।
- সর্বশেষ ২০১৫-১৬ মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে দেখা হয়েছিল এই দুই দলের। যেখানে পিএসজি ৪-২ গোলে জয়ী হয়েছিল দুই লেগ মিলিয়ে।
- প্রতিযোগিতায় এখন পর্যন্ত প্রথমার্ধে ১০টি গোল করেছে পিএসজি, সেখানে চেলসি প্রথমার্ধে একটিও গোল খায়নি।
- গোলের উদ্দেশ্যে সবচেয়ে বেশি শট নিয়েছে চেলসি, মোট ১০০টি।
- চেলসির এনজো ফার্নান্দেজ তিনটি অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা অ্যাসিস্টদাতা।
- ফরাসি কাপ ফাইনাল থেকে শুরু করে সব ধরনের প্রতিযোগিতায় পিএসজি শেষ পাঁচটি নকআউট ম্যাচে জয় পেয়েছে সম্মিলিতভাবে ১৮-০ ব্যবধানে।
- চেলসির উইঙ্গার পেদ্রো নেতো এখন পর্যন্ত সবচেয়ে বেশি সফল ড্রিবল করেছেন (১৮ বার)। ঠিক তার পরেই রয়েছেন পিএসজির ডেজাইরে ডোউয়ে (১৭ বার)।
- পিএসজির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা এই টুর্নামেন্টে সর্বোচ্চ ৫টি ক্লিন শিট রেখেছেন, যা অন্য যেকোনো গোলরক্ষকের চেয়ে দুইটি বেশি।
Comments