রিয়াল মাদ্রিদের ১০ নম্বর জার্সির নতুন মালিক এমবাপে!

লুকা মদ্রিচের বিদায়ে অনেকটা অনুমিত হয়ে পড়েছিলো, এবার নতুন মৌসুম শুরুর আগে আনুষ্ঠানিকতাও সম্পন্ন হতে যাচ্ছে বলে খবর। রিয়াল মাদ্রিদের বিখ্যাত ১০ নম্বর পেতে যাচ্ছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।
গত গ্রীষ্মে যখন এমবাপে স্প্যানিশ রাজধানীতে আসেন, তখন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ডকে ৯ নম্বর জার্সি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। এর আগে তার স্বদেশী করিম বেনজেমা এটি পরতেন। মদ্রিচ থাকায় দশ নম্বরের সম্মান তার কাছ থেকে কেড়ে নিতে চায়নি রিয়াল। ৯ নম্বর জার্সি পরে নেমেই গত মৌসুমে রেকর্ড ৪৪ গোল করেছিলেন।
মোনাকোয় থাকতে ১০ নম্বর জার্সি পরতেন এমবাপে, ফ্রান্স জাতীয় দলেও এখন ১০ নম্বর পরতে দেখা যায় তাকে। এখন মনে হচ্ছে, এই ফরাসি তারকা ক্লাব এবং দেশের হয়ে একই নম্বর পরতে চলেছেন। স্পোর্টস ওয়েবসাইট ইএসপিএন-এর মতে, এমবাপেই রিয়াল মাদ্রিদের আইকনিক ১০ নম্বর জার্সির নতুন মালিক।
যদিও আরদা গুলার মদ্রিচের জার্সিটি পাওয়ার দৌড়ে ছিলেন বলে মনে করা হয়েছিল, ইএসপিএন-এর রিপোর্টে বলা হয়েছে যে, এমবাপের জন্য এই নম্বরটি ফাঁকা হওয়া মাত্রই সেটি তাকে দেওয়ার পরিকল্পনা 'সবসময়ই' ছিল।
মদ্রিচ যদি লস ব্লাঙ্কোসের সঙ্গে তার চুক্তি নবায়ন করতেন, তাহলে হয়ত এমবাপেকে আরও এক মৌসুম অপেক্ষায় থাকতে হতো। এই জার্সির ঐতিহ্যের সঙ্গে মানিয়ে নেওয়ার চাপ এমবাপের উপর থাকবে। মদ্রিচ রিয়ালে তার ১৩ বছরের মেয়াদে আট বছর ধরে ১০ নম্বর জার্সিটি পরেছিলেন, এই জার্সিতে ২৮টি ট্রফি অর্জনে সাহায্য করেছেন তিনি, যা ক্লাব ইতিহাসে একজন খেলোয়াড়ের জেতা সর্বোচ্চ ট্রফি।
এই জার্সি গায়ে চাপিয়েছেন অনেক কিংবদন্তি। এমবাপে তার নতুন জার্সিতে গত মৌসুমের মতো ব্যক্তিগত সাফল্য রাঙাতে চাইবেন।২০২৪-২৫ মৌসুমে পিচিচি ট্রফি এবং ইউরোপীয় গোল্ডেন বুট জিতলেও, এই সুপারস্টার ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদকে কোনো বড় ট্রফি জেতাতে পারেননি।
Comments