লা মাসিয়ার নতুন রত্ন 'ড্রো'কে দেখে মুগ্ধ ফ্লিক

লা মাসিয়ার সেই ক্ষুদে জাদুকরদের তালিকায় যুক্ত হলো আরেকটি নাম—পেদ্রো ফার্নান্দেজ, ডাকনামে 'ড্রো'। মাত্র ১৭ বছর বয়সেই বার্সেলোনার জার্সিতে নিজের অভিষেক ম্যাচে গোল করে যেভাবে আলো ছড়িয়েছেন, তাতে কোচ হান্সি ফ্লিক তো বেজায় মুগ্ধ, সঙ্গে কাতালান ভক্তদের মাঝেও শুরু হয়ে গেছে নতুন স্বপ্ন বোনা।
প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে জাপানি ক্লাব ভিসেল কোবেকে ৩-১ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের শেষদিকে ড্রোর অভিষেক হয় মার্কাস রাশফোর্ডের বদলি হিসেবে। মাঠে নামার পরই অসাধারণ এক ভলিতে দলের তৃতীয় গোলটি করেন লা মাসিয়া উঠে আসা এই মিডফিল্ডার।
ড্রো এখনও বার্সা 'বি' দলের হয়ে একটি ম্যাচও খেলেননি। কিন্তু কোচ হান্সি ফ্লিক প্রাক-মৌসুম অনুশীলনেই তার প্রতিভা বুঝে তাকে সরাসরি মূল দলে নেন এবং এশিয়া সফরে নিয়ে আসেন। তরুণ এই মিডফিল্ডার নিজের অভিষেকেই সেই আস্থার পুরোপুরি প্রতিদান দেন।
ম্যাচশেষে হান্সি ফ্লিক বলেন, 'ড্রো এবং অন্যান্য তরুণদের সঠিকভাবে গড়ে তোলা আমাদের দায়িত্ব। আমি ড্রোর ও জোফ্রে টোরেন্টসের অভিষেকে খুশি। তারা মানসম্পন্ন খেলোয়াড়। ড্রো গোল পেয়েছে, আমি সত্যিই খুশি।'
স্বপ্নের মতো অভিষেকে আবেগি ড্রো বলেন, 'এটা আমার জীবনের সেরা মুহূর্ত। আমি অনেক নার্ভাস ছিলাম। প্রথম বলটাই আমার সামনে পড়ে এবং আমি গোল করলাম। বিশ্বের সেরা ক্লাবের হয়ে প্রথম ম্যাচ, সেটা কল্পনাও করতে পারিনি। কোচের সাহচর্য আর সতীর্থদের আস্থায় আমি অনেক শান্ত হয়েছিলাম।'
পেছনের গল্পটাও কম চমকপ্রদ নয়। গত মৌসুমে লা মাসিয়ার হয়ে ড্রো ছিলেন ইউরোপীয়ান যুবা প্রতিযোগিতা উয়েফা যুব লিগ জয়ী দলের অন্যতম স্তম্ভ। তখন থেকেই নজর ছিল কোচদের। এবার মূল দলে এসে সেই প্রতিভার ঝলক দেখালেন বাস্তব মঞ্চে।
Comments