জামাল ভুঁইয়া এখন সার্ফ এক্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর

বাংলাদেশের ফুটবলের পোস্টারবয় জামাল ভুঁইয়া এবার যুক্ত হলেন আন্তর্জাতিক মানের ব্র্যান্ডের সঙ্গে। সার্ফ এক্সেল বাংলাদেশ তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে স্বাগত জানিয়েছে জাতীয় দলের এই সাবেক অধিনায়ককে।
বিশ্বমঞ্চে যেখানে ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়ুস জুনিয়র ও ইংল্যান্ডের বুকায়ো সাকার মতো তারকারা সার্ফ এক্সেলের প্রতিনিধিত্ব করছেন, সেখানে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জামাল। যা নিঃসন্দেহে বাংলাদেশের ফুটবল ও তরুণ প্রজন্মের জন্যও এক অনুপ্রেরণা।
গত তিন দশকের বেশি সময় ধরে সার্ফ এক্সেল বিশ্বাস করে এসেছে, 'ময়লা ভালো'। কারণ শিশুরা খেলাধুলার মধ্য দিয়ে শেখে, বেড়ে ওঠে, আর সেই পথে জামা-কাপড়ে ময়লা লাগাটা স্বাভাবিক ও জরুরি। জামালের ফুটবল-জীবনের প্রতিটি ধাপ সংগ্রাম, পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি – এই 'প্লে অন' দর্শনেরই বাস্তব রূপ।
এবার একসঙ্গে কাজ করবে সার্ফ এক্সেল ও জামাল ভুঁইয়া, বাংলাদেশের শিশুদের জন্য এক অনুপ্রেরণার বার্তা নিয়ে— খেলতে হবে, শিখতে হবে, এগিয়ে যেতে হবে, থেমে থাকা যাবে না।
Comments