অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব

লাওসের বিপক্ষে বাংলাদেশের খেলার ধরনে সন্তুষ্ট বাটলার

ছবি: বাফুফে

লাওসকে হারিয়ে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল। এই জয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন লাল-সবুজ প্রতিনিধিদের ইংলিশ কোচ পিটার বাটলার।

বুধবার 'এইচ' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে ৩-১ গোলে জিতেছেবাংলাদেশ। জোড়া লক্ষ্যভেদ করেন ফর্মের চূড়ায় থাকা মোসাম্মৎ সাগরিকা। অন্য গোলটি আসে মুনকি আক্তারের পা থেকে। স্বাগতিকদের হয়ে ব্যবধান কমান আন্না কেও ওনসি।

ম্যাচশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পাঠানো এক অডিও বার্তায় পূর্ণ পয়েন্ট প্রাপ্তি নিয়ে বাটলার বলেন, 'প্রথম ম্যাচ জিততে সব সময়ই ভালো লাগে এবং তিমুর লেস্তের বিপক্ষে ম্যাচের আগে আমাদের জন্য পয়েন্টের খাতা খোলা গুরুত্বপূর্ণ ছিল।'

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে এটি বাংলাদেশের মাত্র তৃতীয় জয়। এর আগে ১২ ম্যাচ খেলে মাত্র দুটিতে জিতেছিল তারা।

শিষ্যদের পারফরম্যান্সের ব্যাপারে বাটলার যোগ করেন, 'সব সময়ই একটা নার্ভাস ভাব কাজ করে, ম্যাচের শুরুর দিকের সুযোগগুলো কাজে লাগাতে মন চায়। আমি মনে করি, আমরা ভালোভাবেই রক্ষণ সামলেছি। কিছু সময় ঝুঁকি ছিল, কিন্তু এটাই আমাদের খেলার ধরন। কেউ এটা পছন্দ করবে, কেউ করবে না— এটাই বাস্তবতা। তবে ধীরে ধীরে সবাই এটাতে অভ্যস্ত হয়ে যাবে।'

এবারের বাছাইয়ে আট গ্রুপে ভাগ হয়ে খেলছে ৩২টি দল। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আটটি দলের সঙ্গে দ্বিতীয় হওয়া সেরা তিনটি দলও পাবে মূলপর্বের টিকিট। আগামী বছরের এপ্রিলে ১২টি দল নিয়ে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ।

নিজেদের খেলা নিয়ে সন্তুষ্ট বাটলারের ভাষ্য, 'আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, এটা ওদের জন্য শেখার একটি দারুণ সময়। তবে আমি আমাদের খেলার ধরনে সন্তুষ্ট। আমার মনে হয়েছে, আমরা সত্যিই ভালো ফুটবল খেলেছি। রক্ষণভাগে আমরা আত্মবিশ্বাসী ছিলাম। একটা অযথা গোল খেয়েছি, যেটা নিয়ে আমি হতাশ। কিন্তু সত্যি বলতে, ওরা আমাদের তেমন একটা বিপদে ফেলতে পারেনি।'

আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তিমুর লেস্তের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর রোববার শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ এই গ্রুপের ফেভারিট দল দক্ষিণ কোরিয়া। দিনের আগের ম্যাচে একই ভেন্যুতে তারা ৯-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তিমুর লেস্তেকে।

Comments

The Daily Star  | English

Over 100 injured in overnight clashes between CU students, locals

Following the clash, the university authorities have postponed all departmental examinations scheduled for today.

1h ago