মায়ামিতে বার্সার ম্যাচ আয়োজনের পরিকল্পনা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান রিয়ালের

বার্সেলোনা ও ভিয়ারিয়ালের মধ্যকার স্প্যানিশ লা লিগার ম্যাচ যুক্তরাষ্ট্রের মায়ামিতে আয়োজনের পরিকল্পনাকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে রিয়াল মাদ্রিদ। এটিকে তারা 'অগ্রহণযোগ্য দৃষ্টান্ত' হিসেবে অভিহিত করেছে।
আসন্ন মৌসুমের ম্যাচটি মূলত আগামী ২১ ডিসেম্বর ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) গত সোমবার খেলাটি যুক্তরাষ্ট্রে আয়োজন করার প্রস্তাবের অনুমোদন দিয়েছে।
আরএফইএফ এখন ফিফা ও উয়েফার অনুমতি চাইবে, যাতে ম্যাচটি মায়ামির হার্ড রক স্টেডিয়ামে স্থানান্তর করা যায়। এটি বার্সার সাবেক তারকা লিওনেল মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামির হোম গ্রাউন্ড। সেখানে আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে।
তবে স্পেনের বাইরে লা লিগার ম্যাচ আয়োজনের প্রস্তাবের কঠোর বিরোধিতা জানিয়েছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল। এক বিবৃতিতে গতকাল মঙ্গলবার ক্লাবটি বলেছে, 'যদি এই প্রস্তাব কার্যকর হয়, তবে এর পরিণতি এতটাই গুরুতর হবে যে তা ফুটবল দুনিয়ার জন্য একটি রূপান্তরের সূচনা করবে।'
লা লিগার রেকর্ড ৩৬ বারের শিরোপাজয়ী রিয়াল আরও জানিয়েছে, ভিয়ারিয়াল যদি তাদের হোম ম্যাচ নিজেদের মাঠের বাইরে গিয়ে খেলে, তাহলে 'এটি প্রতিযোগিতামূলক ভারসাম্য পরিবর্তন করবে এবং আবেদনকারী ক্লাবগুলোকে অযৌক্তিক ক্রীড়াগত সুবিধা দেবে।'
বার্সেলোনা ও ভিয়ারিয়ালের ভক্তদের পাশাপাশি স্প্যানিশ ফুটবল সমর্থকদের সংগঠনও (এফএএসএফই) প্রস্তাবটির প্রতি বিরোধিতা প্রকাশ করেছে। তারা হুঁশিয়ার করেছে, যদি এটি কার্যকর করা হয়, তাহলে 'উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করবে' তারা।
ফিফার নিয়ম অনুযায়ী, বর্তমানে কোনো ঘরোয়া লিগের ম্যাচ বিদেশের মাটিতে খেলা যায় না। তবে গত বছর এই বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য একটি 'ওয়ার্কিং গ্রুপ' গঠন করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
লা লিগার কর্তৃপক্ষ গত মৌসুমেও বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের মধ্যকার ম্যাচ মায়ামিতে আয়োজন করতে চেয়েছিল। তবে সময়জনিত সীমাবদ্ধতার কারণে পরে সেই পরিকল্পনা বাদ দেওয়া হয়।
Comments