নেইমারকে কাঁদালেন কৌতিনহো

ফুটবল থেকে অনেকটাই হারিয়ে যেতে থাকা ফিলিপ কৌতিনহো জ্বলে উঠলেন আপন মহিমায়। তার সঙ্গে জ্বলে উঠলেন সতীর্থরাও। তাতে রীতিমতো ইতিহাস গড়ল ভাস্কো দা গামা। কৌতিনহোর দুর্দান্ত জোড়া গোলে নেইমারের সান্তোসকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিল দলটি। ক্যারিয়ারে কখনো এত বড় পরাজয়ের মুখ দেখেননি নেইমার, ম্যাচ শেষে তাই আবেগে কান্নায় ভেঙে পড়েন তিনি।

জুন মাসে নতুন চুক্তি করে সান্তোসে থাকা নেইমারকে এদিন পুরোপুরি অসহায় লেগেছে মাঠে। ম্যাচ শেষে কান্নাজড়িত অবস্থায় তাঁকে সান্তোসের এক স্টাফ এসে সান্ত্বনা দেন। 

ব্রাজিলিয়ান সিরি-আ লিগে রোববার ম্যাচের শুরুতেই লুকাস পিতন গোল করে ভাস্কোকে এগিয়ে দেন। এরপর দ্বিতীয়ার্ধে নতুন যোগ দেওয়া সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা কৌতিনহো দুইবার জালে বল পাঠান। ডেভিড কোরেয়া দে ফনসেকা, রায়ান ও দানিলো নেভেসও একটি করে গোল করেন। ফলে হাফডজন গোলের উৎসব হয়ে যায় ভাস্কোর।

ভয়াবহ পরাজয়ের পর নেইমারের কণ্ঠে হতাশা, 'আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্স ভীষণ হতাশাজনক। সমর্থকদের প্রতিবাদের পুরো অধিকার আছে, গালি দিতে চাইলে দিতে পারে। এটা আমার জীবনের সবচেয়ে লজ্জার অভিজ্ঞতা। কান্না এসেছে রাগে আর অসহায়তায়। দুর্ভাগ্যবশত, সবকিছুই বাজে ছিল।'

ভরাডুবির পর সান্তোস ক্লাব তাদের কোচ ক্লেবার হাভিয়েরকে বরখাস্ত করেছে এবং বিবৃতিতে জানিয়েছেন, 'তার ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা।'

অন্যদিকে, ভাস্কোর ড্রেসিং রুমে ম্যাচ শেষে ছিল উচ্ছ্বাস আর আত্মবিশ্বাস। এই জয়ে অবনমন অঞ্চলের বাইরে উঠে এসেছে তারা, এখন তারা সান্তোসের ঠিক পেছনে ১৫তম স্থানে থাকা দলের থেকে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে। আর কৌতিনহো দেখালেন, ফিরে এসেও তিনি হতে পারেন দলের বড় ভরসা।

Comments

The Daily Star  | English

Trump tells Zelensky US would help with Ukraine's security in a peace deal

Trump pressures Ukraine to compromise, warns against NATO aspirations

2h ago