ম্যাচ বাতিল করতে আর্জেন্টিনা ও মেসিকে অ্যাঙ্গোলার নাগরিক সমাজের আহ্বান

আগামী নভেম্বরে অ্যাঙ্গোলার মাটিতে একটি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে আর্জেন্টিনার। তবে তা বাতিল করতে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ও লিওনেল মেসির প্রতি আহ্বান জানিয়েছে আফ্রিকার দেশটির নাগরিক সমাজ।
সম্প্রতি সহিংস বিক্ষোভে সেখানে হতাহতের ঘটনার পর এই আহ্বান করা হয়েছে। গত জুলাই মাসে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ছড়িয়ে পড়ে অ্যাঙ্গোলাজুড়ে। ডিজেলে ভর্তুকি কমানোর সরকারি সিদ্ধান্তের জেরে প্রতিবাদ সহিংস রূপ নেয় যখন লোকজন দোকানপাট লুট করতে শুরু করে।
এরপর দেশটির পুলিশ কঠোর প্রতিক্রিয়ায় দেখিয়ে গুলিবর্ষণ করলে মোট ৩০ জন নিহত হয়, আহত হয় ২৭০ জন। এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৫১৫ জনকে।
মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাঙ্গোলার নাগরিক সমাজের চারটি সংগঠন এএফএ, আর্জেন্টিনা জাতীয় দল ও তাদের অধিনায়ক মেসির দাতব্য প্রতিষ্ঠান লিও মেসি ফাউন্ডেশনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি লিখেছে। সেখানে দেশটির সরকারের বিরুদ্ধে 'কাঠামোগত দমননীতি' চালানোর অভিযোগ করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, 'জনগণের সম্পদ যখন বড় আকারের ক্রীড়া অনুষ্ঠানে ব্যয় করা হচ্ছে, তখন হাজার হাজার শিশু ও প্রাপ্তবয়স্ক নাগরিক দীর্ঘমেয়াদি ক্ষুধা, গুরুতর রক্তশূন্যতা ও ব্যাপক খাদ্য ঘাটতির সম্মুখীন হচ্ছে।' সংগঠনগুলোর মতে, পরিকল্পিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলতে যদি আর্জেন্টাইনরা অস্বীকৃতি জানায়, তাহলে সেটা হবে 'আন্তর্জাতিক সংহতি ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার একটি মহৎ নজির'।
আগামী নভেম্বর মাসে অ্যাঙ্গোলার স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্ণ হবে। তা উদযাপনের অংশ হিসেবে দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশন একটি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করতে আলোচনা চালিয়ে যাচ্ছে।
আফ্রিকা মহাদেশের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে একটি হলো অ্যাঙ্গোলা। তবে বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, সেখানকার ৩ কোটি ৮০ লাখ অধিবাসীর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করছে। এছাড়া, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) চলতি বছরের একটি প্রতিবেদন অনুসারে, দেশটির জনসংখ্যার ২২.৫ শতাংশ অপুষ্টিতে ভুগছে।
Comments