ভারতের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে বাংলাদেশের কিশোরীরা

ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-১ গোলের জয়ে আত্মবিশ্বাসী সূচনা করেছে বাংলাদেশ। তবে আজ সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে তাদের সামনে অপেক্ষা করছে আরও বড় চ্যালেঞ্জ, শক্তিশালী ভারত। বাংলাদেশ সময় বিকেল ৩টায় থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হবে দল দুটি।
প্রথম ম্যাচে জয় পেয়েছে উভয় দলই। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ভারত, যারা নেপালকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে। টুর্নামেন্টটি ডাবল রাউন্ড-রবিন ফরম্যাটে অনুষ্ঠিত হওয়ায় আজকের লড়াই এবং পরবর্তী বাংলাদেশ-ভারত ম্যাচ শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
প্রধান কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যদের সামনে আজ বড় পরীক্ষা। ভুটানের বিপক্ষে জয়ের পরও বাংলাদেশ দলের কিছু দুর্বলতা ধরা পড়েছে, যা নিয়ে কাজ করছে কোচিং স্টাফ। সহকারী কোচ আবুল হোসেন জানান, 'ভুটানের বিপক্ষে কিছু ভুল করলেও আমরা জয় পেয়েছি। খেলোয়াড়রা ম্যাচ শেষে রিকভারি সেশন সম্পন্ন করেছে। ভারতের বিপক্ষে নামার আগে ভুলগুলো শুধরে নিতে চাই, যেন আর পুনরাবৃত্তি না হয়।'
তিনি আরও বলেন, ভারতের বিপক্ষে ম্যাচের আগে নেপালের বিপক্ষে তাদের খেলা বিশ্লেষণ করে পরিকল্পনা চূড়ান্ত করবে বাংলাদেশ। 'আমাদের লক্ষ্য শুধু সামনে তাকানো, পেছনে নয়। ভারতের বিপক্ষে আমরা সর্বোচ্চটা দিতে চাই।'
Comments