রিয়াল ছেড়ে মিলানে যোগ দিচ্ছেন মদ্রিচ

ছবি: এএফপি

রিয়াল মাদ্রিদের সঙ্গে লুকা মদ্রিচের দীর্ঘ সময়ের বন্ধন ছিন্ন হচ্ছে। বর্ষীয়ান ক্রোয়েশিয়ান মিডফিল্ডার পাড়ি জমাচ্ছেন নতুন ঠিকানায়। এসি মিলানের সঙ্গে চুক্তি করতে মৌখিকভাবে সম্মত হয়েছেন তিনি।

ইতালিয়ান গণমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্তের কাছে মদ্রিচের মিলানে যোগ দিতে যাওয়ার কথা জানিয়েছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ইগলি তারে। তিনি বলেছেন, 'আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি এবং এমন একজনকে দেখেছি যে সত্যিই প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। তার আগমন এই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যাদের কিনা তার মতো একজন খেলোয়াড় ও নেতা প্রয়োজন।'

তিনি যোগ করেছেন, 'লুকা আমাকে প্রথম যে প্রশ্নটি করেছিল তা হলো, "আমরা কি চ্যাম্পিয়নশিপ জেতার মতো দল গড়ব?" তিনি ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এবং শুরু থেকেই এখানে তারকা খেলোয়াড় হতে চান।'

১৩ বছর আগে ২০১২ সালের আগস্টে রিয়ালে নাম লেখান মদ্রিচ। ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তিনি হয়ে উঠেছেন স্প্যানিশ ক্লাবটির ইতিহাসের একজন কিংবদন্তি। দুর্দান্ত পথচলায় ছয়টি চ্যাম্পিয়ন্স লিগ, চারটি লা লিগা ও পাঁচটি ক্লাব বিশ্বকাপসহ মোট ২৮টি ট্রফি জিতেছেন। এখন রিয়ালের হয়ে যুক্তরাষ্ট্রে চলমান ফিফা ক্লাব বিশ্বকাপে খেলছেন তিনি।

সূত্রের বরাতে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, মদ্রিচ ও মিলান ইতোমধ্যে বিভিন্ন শর্তে একমত হয়েছে। চলতি মাসের শুরুতে তারা চুক্তির ব্যাপারে সমঝোতাতেও পৌঁছেছে। ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব তিনি মিলানে নাম লেখানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

ইএসপিএন আরও জানিয়েছে, শুরুতে এক বছরের জন্য ইতালিয়ান ক্লাব মিলানে চুক্তিবদ্ধ হবেন মদ্রিচ। ৩৯ পেরিয়ে যাওয়া ব্যালন ডি'অরজয়ী তারকার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে। প্রতি মৌসুমের প্রায় ৪০ লাখ ডলার বেতন পাবেন তিনি। নির্দিষ্ট শর্ত পূরণ করলে সঙ্গে মিলবে বোনাসও।

মদ্রিচের পাশাপাশি সুইস মিডফিল্ডার গ্রানিত জাকার সঙ্গেও ব্যক্তিগত শর্তে ঐকমত্যে পৌঁছেছে মিলান। তবে তাকে পেতে জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনকে কী পরিমাণ ট্রান্সফার ফি দিতে হবে তা এখনও নির্ধারিত হয়নি।

Comments

The Daily Star  | English

Lottery to decide SP, OC postings during election: Home Adviser

Move aims to prevent candidates from getting preferred officers in their constituencies

1h ago