সমর্থকদের হতাশা স্বাভাবিক বলে মানলেন সিমিওনে

লা লিগায় টানা দ্বিতীয় ম্যাচে জয়হীন অ্যাতলেতিকো মাদ্রিদ। শনিবার নিজেদের মাঠে এই মৌসুমে প্রমোশন পাওয়া এলচের সঙ্গে ১–১ গোলে ড্র করার পর সমর্থকদের ক্ষোভ ও হতাশাকে একেবারে যৌক্তিক বলেই মানলেন কোচ দিয়েগো সিমিওনে।
ম্যাচের শুরুতেই অ্যাতলেতিকোকে এগিয়ে দিয়েছিলেন আলেক্সান্ডার সরলথ। তবে রাফা মিরের গোল সেই লিড ধরে রাখতে দেয়নি। শেষ পর্যন্ত ১–১ গোলেই ভাগাভাগি করতে হয় পয়েন্ট। এর আগের সপ্তাহেই এস্পানিওলের কাছে হেরেছিল অ্যাতলেতিকো। ফলে দুই ম্যাচ শেষে এখনো জয়শূন্য তারা, লিগ তালিকায় অবস্থান ১৩তম।
গত মৌসুমে তৃতীয় হয়ে শেষ করা দলটির এবার শুরুটা মোটেই আশানুরূপ নয়। এস্পানিওলের বিপক্ষে ম্যাচেও প্রথমে এগিয়েছিল তারা, কিন্তু শেষ দিকে মিগেল রুবিও ও পেরে মিলার গোলে হেরে যায় সিমিওনের শিষ্যরা।
ড্রয়ের পর সাংবাদিকদের প্রশ্নে সোজাসাপ্টা জবাব দেন অ্যাতলেতিকো কোচ সিমিওনে, 'তাদের (সমর্থকদের) হতাশা স্বাভাবিক। আমরা নিজেরাও একই অবস্থায় আছি। জেতার জন্য সব দিয়েছি, কিন্তু পারিনি। তবে আমাদের খেলোয়াড়দের যোগ্যতাকে সর্বোচ্চভাবে কাজে লাগাতে আমরা কাজ করছি। আমি নিশ্চিত—শান্তভাবে, ধৈর্য ধরে ও কঠোর পরিশ্রম করে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাব।'
'পথ থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নেই। টানা দুই ম্যাচে আমরা বেশি কিছু প্রাপ্য ছিলাম। এটা সত্যি যে আমরা জিততে পারিনি, খুশি হওয়ার কিছু নেই, জেতা উচিত ছিল। তবু আমরা সঠিক পথেই আছি,' যোগ করেন সিমিওনে
টানা জয়শূন্য দুই ম্যাচ শেষে এখন অ্যাতলেতিকোর পরবর্তী পরীক্ষা আলাভেসের মাঠে। শনিবার লিগের ওই ম্যাচে সিমিওনের দল কীভাবে ঘুরে দাঁড়ায়, সেটিই এখন দেখার বিষয়।
Comments