একিতিকে ডাক পাননি, ফ্রান্স দলে নতুন মুখ আকিউস

লিভারপুলে যোগ দিয়ে দারুণ শুরু করলেও ফ্রান্স দলে ডাক পাননি স্ট্রাইকার উগো একিতিকে। তবে গত মৌসুমে মোনাকোর জার্সিতে আলো ছড়ানো উইঙ্গার মাগনেস আকিউস প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন। অনুমিতভাবেই স্কোয়াডে আছেন অধিনায়ক ও রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে।
২০২৬ বিশ্বকাপের ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বের 'ডি' গ্রুপের দুটি ম্যাচের জন্য বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশাম। আগামী ৬ সেপ্টেম্বর ইউক্রেনের মাঠে খেলতে নামবে দলটি। এরপর ১০ সেপ্টেম্বর নিজেদের মাটিতে আইসল্যান্ডের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই গ্রুপের আরেক দল হলো আজারবাইজান।
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে গত জুলাইতে লিভারপুলে নাম লিখিয়েছেন একিতিকে। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে ২০২৫-২৬ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তিনটি ম্যাচ খেলে তিনটি গোল পেয়েছেন তিনি। পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন ২৩ বছর বয়সী স্ট্রাইকার।
ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে গত মৌসুমে পাঁচটি ম্যাচ খেলে পাঁচটি গোল করেন একিতিকে। তবে জাতীয় দলে ডাক পাওয়ার জন্য আরও অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে। কারণ, স্কোয়াডে ঠাঁই নেওয়ার জন্য রয়েছে তীব্র প্রতিযোগিতা।
একিতিকের সমবয়সী উইঙ্গার আকিউস গত ২০২৪-২৫ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেন ৪৩টি ম্যাচ। ফরাসি লিগ ওয়ানের ক্লাবটির পক্ষে সাতটি গোল করার পাশাপাশি ১২টি অ্যাসিস্ট করেন তিনি। নতুন মৌসুমে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে পেয়েছেন একটি গোল। গত বছর ঘরের মাঠে অনুষ্ঠিত প্যারিস অলিম্পিকে রুপাজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন আকিউস।
এমবাপের সঙ্গে প্রত্যাশিতভাবে আছেন তার ক্লাব রিয়ালের মিডফিল্ডার আহেলিয়া চুয়ামেনি এবং পিএসজির দুই উইঙ্গার উসমান দেম্বেলে ও দিজিরে দুয়ে। গত জুনে অলিম্পিক লিওঁ ছেড়ে ম্যানচেস্টার সিটিতে নাম লেখানো উইঙ্গার রায়ান চেরকি জায়গা ধরে রেখেছেন।
আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা মিলে আয়োজন করবে ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো ফুটবলের সর্বোচ্চ মঞ্চে অংশ নেবে ৪৮টি দল। বাছাইপর্বের বাধা পেরিয়ে ইউরোপিয়ান অঞ্চল থেকে বিশ্বকাপে খেলার টিকিট পাবে ১৬টি দল।
Comments