হামজা, শমিতকে ছাড়াই বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

শমিত সোম আগেই জানিয়েছিলেন নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোকে খেলা হবে না তার। হামজা চৌধুরী স্পষ্ট না করলেও তাকে পাওয়া যাবে না বলেই আভাস ছিলো। অনুমিতভাবে বড় এই দুই তারকাকে ছাড়া নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য ২৩ জনের বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
লেস্টার সিটি তারকা হামজার কিছুটা চোট সমস্যা আছে বলেও জানা গেছে। এদিকে নেই আরেক প্রবাসী তারকা ফাহমিদুল ইসলাম। তিনি অবশ্য ব্যস্ত আছেন বয়সভিত্তিক দলে। অনূর্ধ্ব-২৩ দলে থাকার কারণে নেই গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ, শেখ মোরসালিন, আল আমিন, জাহিদ শান্তরা। দলে এসেছেন সুজন হোসেন, পাপন সিং, ইসা ফয়সাল, মোহাম্মদ ইব্রাহিমরা। বাংলাদেশ দলে প্রথমবার ডাক পেলেন ফর্টিস এফসির সেন্টার ব্যাক আব্দুল্লাহ ওমর সজীব।
ফিফা উইন্ডোতে নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৬ ও ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এই দুই প্রীতি ম্যাচ।
বাংলাদেশ স্কোয়াড: মো. সুজন হোসেন, মো. মেহেদী হাসান, মো. রহমত মিয়া, তপু বর্মন, মো. হৃদয়, জামাল ভূঁইয়া, মো. তাজ উদ্দিন, আরিফ হোসেন, মো. শহরিয়ার ইমন, রাকিব হোসেন, মো. ফয়সাল আহমেদ ফাহিম, মো. আব্দুল্লাহ ওমর, মিতুল মারমা, তারিক রায়হান কাজী, পাপন সিং, মো. সোহেল রানা, সোহেল রানা, ইসা ফয়সল, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা, সৈয়দ শাহ কাজেম কিরমানি, মো. সাদ উদ্দিন এবং মো. পাপ্পু হোসেন।
Comments