হার দিয়ে এশিয়ান কাপ বাছাইপর্ব শুরু বাংলাদেশের

ভিয়েত ত্রি স্টেডিয়ামের গ্যালারিতে ছিল স্বাগতিক সমর্থকদের উচ্ছ্বাস, মাঠে ছিল ভিয়েতনামের গতি আর কৌশলের ঝলক। শুরুতে আক্রমণাত্মক ভঙ্গিতে নামলেও ধীরে ধীরে পিছিয়ে পড়তে থাকে বাংলাদেশ। একপর্যায়ে শুধু রক্ষণ সামলানোই হয়ে দাঁড়ায় তাদের মূল কাজ। তাতেও হার ঠেকানো যায়নি।

বুধবার ভিয়েত ত্রি স্টেডিয়ামে এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের বাছাইপর্বে গ্রুপ 'সি'-এর ম্যাচে স্বাগতিক ভিয়েতনামের কাছে ২-০ গোলের হার বরণ করতে হয়েছে লাল-সবুজদের।

ম্যাচের ১৫ মিনিটে নুয়েন নগক মাইয়ের গোলে এগিয়ে যায় ভিয়েতনাম। আর শেষ দিকে, ৮৩ মিনিটে বদলি হিসেবে নামা লে ভিক্টরের হেডে ব্যবধান দ্বিগুণ হলে নিশ্চিত হয় বাংলাদেশের হতাশাজনক হার। ২০১৮ সালের রানার্স-আপ ভিয়েতনাম পুরো ম্যাচে কৌশল, দক্ষতা ও শারীরিক দাপটে স্পষ্টতই শ্রেষ্ঠত্ব দেখিয়েছে।

স্কোরলাইনে ব্যবধান মাত্র দুই গোল হলেও বাস্তবে পুরোটা সময় ম্যাচ নিয়ন্ত্রণ করেছে ভিয়েতনাম। বল দখল থেকে সুযোগ তৈরি, সব ক্ষেত্রেই তারা এগিয়ে ছিল। বাংলাদেশের গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণের কয়েকটি চমৎকার সেভ, রক্ষণভাগের দৃঢ়তা এবং পোস্টে লেগে যাওয়া তিনটি প্রচেষ্টা না থাকলে হারের ব্যবধান আরও বড় হতে পারত।

জ্বরে আক্রান্ত হওয়ায় প্রধান কোচ সাইফুল বারী টিটু ছিলেন না ডাগআউটে। তবু অভিজ্ঞ আটজন জাতীয় দলের খেলোয়াড়ের সঙ্গে প্রবাসী কিউবা মিচেল ও জায়ান আহমেদকে নিয়ে সাজানো হয়েছিল বাংলাদেশের শুরুর একাদশ। কিন্তু ফিফা র‍্যাঙ্কিংয়ে ৭১ ধাপ এগিয়ে থাকা ভিয়েতনামের দক্ষতা সামলানো সম্ভব হয়নি।

তবে ম্যাচের শুরুটা ইতিবাচক ছিল বাংলাদেশের। উচ্চচাপে খেলা শুরু করলেও দ্রুতই ভিয়েতনামের গতির কাছে পিছিয়ে যেতে হয়। সপ্তম মিনিটেই গোল পেতে পারত স্বাগতিকরা, কিন্তু জাহিদ হাসান দারুণভাবে রুখে দেন দিন বাকের কাছাকাছি শট। এর তিন মিনিট পরই ফি হোয়াংয়ের শট পোস্টে লেগে ফেরত আসে।

অবশেষে ১৫ মিনিটে দিন বাকের চমৎকার থ্রু-বলে রক্ষণভেদ করে নগক মাই বল জালে জড়ান। প্রথমার্ধে বাংলাদেশের একমাত্র সুযোগ আসে ৪১ মিনিটে, আল আমিনের দুর্বল বাঁ পায়ের শট সহজেই ধরে ফেলেন ভিয়েতনাম গোলরক্ষক ত্রান ত্রুং কিয়েন, যিনি বাকি সময়টা কার্যত দর্শক হয়েই ছিলেন।

দ্বিতীয়ার্ধে মিচেলের বদলে মাঠে নামেন রাব্বি হোসেন রাহুল। কিন্তু বাংলাদেশের খেলার ধারা পাল্টায়নি। বরং আরও গভীরে নেমে প্রতিরোধ গড়তে হয় রক্ষণভাগকে। শেষ পর্যন্ত ৮৩ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে ভিক্টর নিশ্চিত করেন ভিয়েতনামের জয়।

৬ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইয়েমেন। দিনের প্রথম ম্যাচে ইয়েমেন ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

 

Comments

The Daily Star  | English
Dhaka-Chattogram fuel pipeline trial run

Chattogram-Dhaka pipeline: Inaugurated 20 days ago but no fuel delivered

Diesel supply through the Chattogram-Dhaka Fuel Pipeline is yet to start, almost 20 days after its launch, as the authorities proceeded with inauguration despite having issues during trial runs.

13h ago