ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের মনন

দাবা অলিম্পিয়াডের উন্মুক্ত বিভাগে চমক দেখিয়ে জয় তুলে নিয়েছেন বাংলাদেশের ফিদে মাস্টার মনন রেজা নীড়। প্রথমবারের মতো বৈশ্বিক কোনো আসরে খেলতে নেমে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন বাংলাদেশের এই ১৪ বছর বয়সী দাবাড়ু।

শনিবার হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইসরায়েল। দলীয়ভাবে বাংলাদেশ হারলেও ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার ইদো গোর্স্টিনকে (২৫৪৩ রেটিং) হারিয়েছেন মনন। আসরে এটা তার চতুর্থ জয়। তবে ৩-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ।

আগের দিন আলোচনায় ছিলেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। প্রতিপক্ষ ইসরায়েলি হওয়ায় খেলতে অস্বীকৃতি জানান এই দাবাড়ু। তাই চার বোর্ডের মধ্যে খেলা হয়েছে তিন বোর্ডে। মনন ছাড়া বাকি দুই প্রতিযোগী তাহসিন তাজওয়ার জিয়া ও আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান হেরে গেছেন।

অন্যদিকে, নারী বিভাগে নরওয়ের বিপক্ষে ৩.৫-০.৫ গেম পয়েন্টে হেরেছে বাংলাদেশ। টানা ছয় বোর্ড জেতার পর প্রথম হারের স্বাদ নিয়েছেন আন্তর্জাতিক নারী মাস্টার রানী হামিদ।

Comments

The Daily Star  | English

Iran state TV resumes live broadcast after Israeli attack

The blast occurred as the presenter was live on TV lambasting Israel

55m ago