ভারতের প্রো কাবাডি লিগের নিলামে রেকর্ড ১০ বাংলাদেশি খেলোয়াড়

আসন্ন প্রো কাবাডি লিগ (পিকেএল) সিজন ১২–এর নিলামের জন্য নির্বাচিত হয়েছেন ১০ জন বাংলাদেশি খেলোয়াড়। যা নিঃসন্দেহে দেশের কাবাডি অঙ্গনের জন্য একটি বড় অর্জন। ভারতের মাটিতে আগামী ৩১ মে ও ১ জুন এই নিলাম অনুষ্ঠিত হবে।
চলতি বছরের আগস্টে শুরু হতে যাওয়া লিগটিতে অংশ নেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক কাবাডি অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরদার হবে। ২০ মে নির্ধারিত সময়সীমার আগেই ১০ জন খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করে জমা দেয় বাংলাদেশ কাবাডি ফেডারেশন।
পিকেএল নিলামে এবারই সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি খেলোয়াড়ের নাম প্রস্তাব করা হয়েছে বলে জানায় ফেডারেশন। নির্বাচিত খেলোয়াড়রা হলেন: মিজানুর রহমান, লিটন আলী, আরিফ রাব্বানী, রাসেল হাসান, রাজীব আহমেদ, রোমান হোসেন, দীপায়ন গোলদার, মনিরুল চৌধুরী, আল আমিন এবং শাহ মোহাম্মদ শাহান।
এদের মধ্যে মিজানুর, লিটন ও আরিফ সাম্প্রতিক ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে দলগুলোর বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। পিকেএল নিলামে খেলোয়াড় চাহিদার দিক থেকে বাংলাদেশের আগে রয়েছে কেবল ইরানই, পিছনে ফেলেছে নেপাল, কেনিয়া ও থাইল্যান্ডের মতো দেশগুলোকে।
এর আগে চলতি বছরের শুরুর দিকে ৬ জন বাংলাদেশি খেলোয়াড় নেপাল ফ্র্যাঞ্চাইজি কাবাডি লিগে অংশ নিয়েছিলেন।
Comments