'শেষ মুহূর্তের সুযোগ' কাজে লাগাতে মরিয়া বাংলাদেশ

এপ্রিলে ইন্দোনেশিয়ায় হওয়া এএইচএফ কাপ হকিতে তৃতীয় হয়ে ২০২৫ এএইচএফ এশিয়া কাপে খেলার যোগ্যতা হারিয়েছিল বাংলাদেশ হকি দল। কিন্তু আসর শুরুর মাত্র দশ দিন আগে পাকিস্তানের সরে দাঁড়ানোর সুবাদে হঠাৎ করেই লাল-সবুজরা টুর্নামেন্টের মূল তালিকায় জায়গা পেয়ে যায়। আগামী ২৮ আগস্ট ভারতের বিহারে শুরু হবে এই আসর।
যদিও ডাক এসেছে একেবারে শেষ মুহূর্তে, তবু দলের প্রস্তুতিতে কমতি নেই। গতকাল মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে বিকেলের দীর্ঘ ছায়ায় যখন পাশের জাতীয় স্টেডিয়ামের কিছু ফ্লাডলাইট জ্বলে উঠছিল, তখনও খেলোয়াড়রা প্রাণপণ মনোযোগ দিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন, বিশেষ করে পেনাল্টি কর্নার রূপান্তরে।
এমন সুযোগ আসতে পারে ভেবেই বাংলাদেশ হকি ফেডারেশন (বিএইচএফ) জুলাইয়ে ১২ দিনের ফিটনেস ক্যাম্পের আয়োজন করেছিল। এরই ধারাবাহিকতায় ১০ আগস্ট শুরু হয়েছে দ্বিতীয় ধাপের অনুশীলন, যেখানে এশিয়া কাপের প্রস্তুতির পাশাপাশি নজর দেওয়া হচ্ছে আসন্ন এসএ গেমসের প্রতিও। লক্ষ্য একটাই—অপ্রত্যাশিত এই সুযোগটিকে সর্বোচ্চভাবে কাজে লাগানো।
'আসলে খেলোয়াড়রা মানসিকভাবে এশিয়া কাপ খেলার জন্য নিজেদের তৈরি করে নিয়েই দ্বিতীয় ধাপের অনুশীলন শুরু করেছে,' গতকালের অনুশীলন শেষে ডেইলি স্টারকে বলেন প্রধান কোচ মশিউর রহমান বিপ্লব।
'তারা শুরু থেকেই বাড়তি পরিশ্রম করে আসছে। মনে মনে জানত, সুযোগ আসবেই। এখন তারা অধীর আগ্রহে সেই সুযোগ কাজে লাগাতে চাইছে।'
তবু প্রস্তুতিতে খানিক ঘাটতি রয়েছে। বেশিরভাগ খেলোয়াড়ই সেবা সংস্থার দলে খেলে থাকেন, যেখানে ফিটনেসের চেয়ে খেলার দক্ষতার ওপর বেশি জোর দেওয়া হয়। গতকাল নেওয়া ফিটনেস পরীক্ষায়ও দেখা গেছে, কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি দল। তবে কোচরা বিশেষভাবে মনোযোগ দিচ্ছেন পেনাল্টি কর্নার রূপান্তরে।
'যথাযথ প্রস্তুতি না থাকলে বড় টুর্নামেন্টে টিকে থাকা কঠিন। তবে মানসিক প্রস্তুতি থাকলে দল লড়াইয়ের মানসিকতা নিয়ে খেলতে পারে,' যোগ করেন সাবেক জাতীয় ডিফেন্ডার ও এএইচএফ কাপে বাংলাদেশ দলের সহকারী কোচ থাকা বিপ্লব।
২৬ জনের প্রাথমিক দলে আছেন অনূর্ধ্ব–২১ দলের ১০ জন, যারা নভেম্বরের জুনিয়র বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিচ্ছে। এদের মধ্যে চারজনের সিনিয়র অভিজ্ঞতাও রয়েছে। আজ ঘোষণা হওয়ার কথা ২০ সদস্যের চূড়ান্ত দল।
বিএইচএফের সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল (অব.) রিয়াজুল হাসান জানিয়েছেন, সরকারের অনুমোদন পাওয়ার পর আজই ভারতের ভিসার জন্য আবেদন করা হবে। ২৬ আগস্ট দল কলকাতার উদ্দেশে রওনা দেবে।
Comments