ডোপ-কাণ্ডে তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নিলেন সিনার

ছবি: এএফপি

ডোপ-কাণ্ডে সব ধরনের টেনিস থেকে তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নিলেন ইতালির ইয়ান্নিক সিনার। এর আগে বিশ্বের এক নম্বর পুরুষ খেলোয়াড় স্বীকার করেন যে, তার দলের ভুলের কারণে গত বছর দুবার তিনি নমুনা পরীক্ষায় পজিটিভ হন। তার শরীরে নিষিদ্ধঘোষিত পদার্থ ক্লোস্টবলের উপস্থিতি পাওয়া গিয়েছিল।

শনিবার একটি বিবৃতিতে সিনার জানিয়েছেন, তিনি ইচ্ছাকৃতভাবে নিষিদ্ধঘোষিত পদার্থ গ্রহণ করেননি এবং দুটি পরীক্ষায় পজিটিভ হলেও কোনো টেনিস প্রতিযোগিতায় বাড়তি সুবিধা অর্জন করেননি। তার এই স্বীকারোক্তি বিশ্ব ডোপিংবিরোধী এজেন্সি (ওয়াডা) মেনে নিয়েছে বলে উল্লেখ করেছেন তিনটি গ্র্যান্ডস্ল্যামজয়ী ২৩ বছর বয়সী তারকা।

সিনারের নিষেধাজ্ঞার মেয়াদ শুরু হয়েছে গত ৯ ফেব্রুয়ারি থেকে। সাজা শেষ হবে আগামী ৪ মে। এর মানে দাঁড়ায়, চলতি বছরের দ্বিতীয় গ্র্যান্ডস্ল্যাম ফরাসি ওপেনে খেলতে কোনো বাধা নেই তার। আগামী ২৫ মে শুরু হবে ফরাসি ওপেন। এর আগে গত জানুয়ারিতে জার্মানির আলেক্সান্দার জভেরেভকে গুঁড়িয়ে ২০২৫ সালের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা ধরে রাখেন তিনি।

সিনার আগে থেকেই দাবি করে আসছেন, ক্লোস্টবল তার শরীরে প্রবেশ করেছিল তার ফিজিওথেরাপিস্টের মাধ্যমে। ওই ফিজিওথেরাপিস্ট সিনারকে ম্যাসাজ ও থেরাপি দেওয়ার আগে তার একটি ক্ষতস্থানে এমন একটি স্প্রে ব্যবহার করেছিলেন, যেখানে ক্লোস্টবলের উপস্থিতি ছিল।

সিনার বলেছেন, 'আমি সব সময় স্বীকার করে আসছি যে, আমার দলের কাজের দায়ভার আমার এবং উপলব্ধি করেছি যে, ওয়াডার কঠোর নিয়মকানুনগুলো আমার পছন্দের এই খেলাটির সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটার ভিত্তিতে আমি তিন মাসের নিষেধাজ্ঞা মেনে নিয়ে এই প্রক্রিয়াগুলো সমাধান করার জন্য ওয়াডার প্রস্তাব গ্রহণ করেছি।'

ওয়াডা আলাদা একটি বিবৃতিতে জানিয়েছে, প্রতারণা করার কোনো উদ্দেশ্য সিনারের ছিল না। কিন্তু তিনি তার দলের কাজের জন্য দায়ী বলে এই সাজা ভোগ করবেন।

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

3h ago