আয়ারল্যান্ড সিরিজ থেকে অনলাইনে টিকেট বিক্রির ভাবনা বিসিবির

Mirpur galley
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

যেকোনো সিরিজ বা টুর্নামেন্টের মাত্র একদিন আগে গ্যালারির টিকেট উন্মুক্ত করে বিসিবি। সেই টিকেট কিনতে লম্বা লাইনে দাঁড়িয়ে বিস্তর ভোগান্তিতে পড়েন দর্শকরা। তথ্য প্রযুক্তির যুগে এই বিড়ম্বনা সহজেই দূর করা যেত। কিন্তু কোন এক অজানা কারণে সেই পথে হাঁটেনি বিসিবি, ইংল্যান্ড সিরিজেও তাই আগের বিড়ম্বনাই থাকছে। তবে আয়ারল্যান্ড সিরিজ থেকে পরিস্থিতি বদলানোর ব্যাপারে আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

বাংলাদেশে যেকোনো খেলায় দর্শকদের চাহিদা থাকে বিপুল। এই চাহিদাকে কাজে লাগিয়ে এতদিন পর্যন্ত কোন সুন্দর ব্যবস্থাপনা দাঁড়ায়নি। টিকেট কিনতে মানুষের হয়রানির সঙ্গে যোগ হয় কালোবাজারির দৌরাত্ম্য।

সোমবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনলাইনে টিকেট বিক্রির ভাবনার কথা জানান নিজামউদ্দিন, অবশ্যই সম্ভব হবে (অনলাইনে টিকেট বিক্রি), যদি আমরা করতে পারি এবং আমাদের সেই পরিকল্পনা রয়েছে। কিছু কারণে আমরা এবারও করতে পারিনি। আপনি যেটা বললেন, আসলেই মানুষের কষ্ট হয়। এটা (অনলাইনে টিকিট) কিছু কমফোর্ট দিতে পারে অবশ্যই, যদি অনলাইন বা ইউজার ফ্রেন্ডলি ডিজিটাল প্ল্যাটফর্ম থাকে। এবারও পারিনি করতে। চেষ্টা করব আগামী অন্তত আয়ারল্যান্ড সিরিজ থেকে যেন থাকে।'

এর আগেও বেশ কয়েকবার এই বিষয়ে আলাপ উঠলেও পরে আর ডিজিটাল পথে যায়নি বিসিবি। কোন কারণে সেটা করা গেল না তা খোলাসা করতে পারেনি বিসিবির সিইও, 'সুনির্দিষ্ট কোনো কারণ নেই। প্রযুক্তি ব্যবহার করে যদি এটা করা যায়, খুব একটা জটিল প্রক্রিয়া নয়। কিছু স্পন্সরের বিষয় থাকে, কিছু বাণিজ্যিক ব্যাপার থাকে। এই বিষয়গুলো আমরা চূড়ান্ত করতে পারিনি বলে…।'

'হয়তো আমরা নিজেরা সরাসরি করে ফেলতে পারতাম। তবে একটা প্ল্যাটফর্ম, এরপর অন্যান্য যে বিষয়গুলো থাকে, এগুলো করে আমরা করে ফেলতে পারব।'

ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার চারদিন পরই আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই সিরিজ থেকেই কিছু টিকেট অনলাইনে বিক্রির কথা জানালেন তিনি,  'আমি আত্মবিশ্বাসী (আয়ারল্যান্ড সিরিজ থেকে)। অন্তত নির্দিষ্ট শতাংশ টিকিট অনলাইনে দেওয়ার প্ল্যাটফর্ম আমরা প্রস্তুত করে ফেলব।'

টিকেট বিক্রির প্রক্রিয়া ছাড়াও দর্শকদের হয়রানির আরও কারণ থাকে স্টেডিয়ামে। মাঠের ভেতর খাবার ও পানির দাম রাখা হয় অত্যধিক। সেই খাবারের মানও থাকে অতি নিম্ন। এবার এসব বিষয়ও পর্যবেক্ষণ রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি,  'আমি জানি বিষয়টি (খাবারের বেশি দাম রাখা হয়)। এটা আমাদের নলেজে এসেছে। যখন আমার কাছে বিষয়টি আসে, আমি তাৎক্ষনিক সব ভেন্ডারকে প্লে অফের আগে ডেকে তাদেরকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে যে তারা যদি এগুলো আবার করে বা আমাদের নলেজে আসে, ভবিষ্যতে আমরা তাদেরকে বরাদ্দ দেওয়ার ব্যাপারে বিবেচনা করব না।'

মাঠের খাবারের দাম বিসিবিই ঠিক করে দেয় বলে জানান নিজামউদ্দিন। তবে সেই দাম নিয়ম না মানার কারণেই হয় হেরফের,  'টেন্ডার নয়, বরাদ্দ হয়। আমাদের রেট ফিক্সড করা থাকে। তার পরও… ধরেন সরকারও তো অনেক নিয়ম-কানুন বেঁধে দেয়, তার পরও অনেক রকম বিষয় চলে আসে। এগুলোকে আমাদের আরও সতর্ক থাকতে হবে। আমাদের যে ভলান্টিয়ার টিম আছে, তাদেরকে বলে দিয়েছি, এই ধরনের কোনো কিছু নলেজে এলে দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য। আমার মনে হয়, এলিমিনিটের ও ফাইনালে কিছুটা হলেও প্রভাব ছিল, ওদের সঙ্গে সভা করার পর।'

Comments

The Daily Star  | English

Iran announces new wave of attacks on Israel: state TV

Israel says conducted 'extensive strikes' in Iran's west, while explosions near Tel Aviv, sirens blare across Israel; smoke rises after explosion in Iran’s Tabriz

1h ago