যুক্তরাষ্ট্রের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

Bangladesh Cricket Team
ছবি: ফিরোজ আহমেদ

যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস ভাগ্যকে সঙ্গে পায়নি বাংলাদেশ। স্বাগতিক দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন। তাই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন টাইগাররা আগে নামছে ব্যাটিংয়ে।

মঙ্গলবার টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদ-মোস্তাফিজুর রহমানদের নিয়ে সম্ভাব্য সবচেয়ে শক্তিশালী একাদশই মাঠে নামাচ্ছে বাংলাদেশ। চোট থেকে সেরে ওঠা পেসার তাসকিন আহমেদের পাশাপাশি একাদশের বাইরে রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিবকে।

ক্রিকেটের যে কোনো সংস্করণে এটাই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচ। মূলত আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিরিজ খেলছে টাইগাররা।

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে যৌথভাবে আয়োজিত হতে যাওয়া বিশ্বকাপে 'ডি' গ্রুপে খেলবে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষরা হলো দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ২ জুন শুরু হয়ে চলবে ২৯ জুন পর্যন্ত। বাংলাদেশ দল ৮ জুন তাদের অভিযান শুরু করবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর একে একে দক্ষিণ আফ্রিকা (১০ জুন), নেদারল্যান্ডস (১৩ জুন) ও নেপালের (১৭ জুন) মুখোমুখি হবে তারা।

বাংলাদেশের একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

যুক্তরাষ্ট্রের একাদশ:

মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জাসদীপ সিং, নিতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার, স্টিভেন টেইলর।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

7h ago