সাকিব ফিরবেন, বিশ্বাস শান্ত-তামিমের

সাকিবের পারফরম্যান্স নিয়ে কথা বলতে চান না শান্ত
ছবি: ফিরোজ আহমেদ

চলমান বিশ্বকাপে দুই ম্যাচে মাত্র ১১ রান করেছেন সাকিব আল হাসান। গুরুত্বপূর্ণ সময়ে নিজের উইকেট এক অর্থে বিলিয়ে দিয়েছেন। বল হাতেও বিশ্বকাপের নবম আসরে এখনো উইকেটের দেখা পাননি। এমন অবস্থায় বাংলাদেশের ক্রিকেটে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সাকিবের পারফরম্যান্সই। অভিজ্ঞ এই ক্রিকেটারের পারফরম্যান্স নিয়ে অবশ্য চিন্তিত নন তার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। সাকিব ফিরবেন বলে বিশ্বাস করেন দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালও।

আগামী ১৩ জুন নেদারল্যান্ডের বিপক্ষে সেন্ট ভিনসেন্টে খেলতে নামবে বাংলাদেশ। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে আসেন শান্ত। দলের সবচেয়ে বড় তারকা সাকিবকে নিয়ে তিনি বলেন, 'সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে দলের কেউ চিন্তিত নয়। এটা নিয়ে আমরা কেউ কথা বলতেই চাই না। আমরা জানি বছরের পর বছর তিনি কেমন পারফরম্যান্স করেছেন। মানুষ কী প্রত্যাশা করছেন, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ তিনি কত (বেশি) আশা করছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কঠোর পরিশ্রম করছেন। বলব না যে তিনি কামব্যাক করবেন। তিনি ভালো অবস্থাতেই আছেন।'

সাকিবের চোখের সমস্যা কি তার পারফরম্যান্সে প্রভাব রাখছে? এমন প্রশ্নের উত্তরে শান্ত বলেন, 'না, চোখের সমস্যা আমার কাছে মনে হয় না। সব ঠিকঠাকই আছে। অনুশীলনে ব্যাটিং, বোলিং বলেন, সবকিছুতেই স্বস্তিতে আছেন। শুধু একটা দুইটা ইনিংস, এই ফরম্যাটে একটা দুইটা ইনিংস খারাপ হতেই পারে। তো এটা নিয়ে বাড়তি কোনো চাপ অধিনায়ক হিসেবে আমি অনুভব করছি না। আমি ওটাও জানি যে সে নিজেও চাপ অনুভব করছে না। কারণ অনেক অভিজ্ঞতা এবং খুব ভালোভাবেই কামব্যাক করবে আমার মনে হয়।'

প্রায় একই সুরে কথা বলেছেন সাকিবের দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালও। ইএসপিএনক্রিকইনফোর অনুষ্ঠানে বাঁহাতি এই ওপেনার বলেন, 'সে এরকম সময় আগেও তার ক্যারিয়ারে দেখেছে। তার অনেক অভিজ্ঞতা রয়েছে এবং আমি মোটামুটি নিশ্চিত সে খারাপ সময় থেকে ভালোভাবে বেরিয়ে আসবে। সে বাংলাদেশের জন্য খুব বড় ক্রিকেটার এবং অনেক ভালো জিনিষ করেছে। অনেক অর্জন করেছে ব্যক্তিগতভাবে। শেষ এক বছরে সে অত বেশি রান করতে পারেনি। কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে তার ওপর যে সে ব্যাটে-বলে অবদান রাখার উপায় বের করে নিবে।'

চলতি বছরে ৭ ম্যাচে সাকিব একশর কম স্ট্রাইক রেটে রান করেছেন ৬৯। ২০২৪ সালে বাঁহাতি এই স্পিনার ৬ উইকেট নিয়েছেন ৭.১০ ইকোনমিতে বোলিং করে। পারফরম্যান্সে পড়তির কারণে টি-টোয়েন্টি সংস্করণে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে তিনি নেমে এসেছেন পাঁচে।

Comments

The Daily Star  | English
economic challenges for interim government

The steep economic challenges that the interim government faces

It is crucial for the interim government to focus on setting a strong foundation for future changes.

9h ago