বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে স্বস্তির খবর পেলেন অজি অধিনায়ক

Mitch Marsh

দিল্লি ক্যাপিটালসের হয়ে গত আইপিএল খেলার সময় ডান পায়ের পেশির চোটে পড়েছিলেন মিচেল মার্শ। চোট কাটিয়ে ফেরার পর বোলিং করতে পারছিলেন না, তিনি। অস্ট্রেলিয়ান অধিনায়ক এবার ফিরে পেয়েছেন তার বোলিং ফিটনেস। স্বস্তির এই খবরে দলের বোলিং বিকল্প বাড়লেও, সেটার প্রয়োজন যাতে না হয় সেই আশা করছেন তিনি। 

অস্ট্রেলিয়া দলের বোলিং লাইনআপ এমনিতে বেশ শক্তিশালী। তিন পেসার মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও ন্যাথান এলিস আছেন। স্পিন বিভাগের কাণ্ডারি লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। বাঁহাতি স্পিনে একাদশে থাকছেন অ্যাস্টন অ্যাগার। গ্লেন ম্যাক্সওয়েলও নিয়মিত করছেন অফ স্পিন। পেস অলরাউন্ডার হিসেবে মার্কাস স্টয়নিস দরকার হলেই রাখতে পারেন ভূমিকা। সাতটি বোলিং অপশন তাই এমনিতেও আছে।

এরমধ্যে অধিনায়ক মার্শও এখন বল করার জন্য ফিট। বাংলাদেশের বিপক্ষে সুপার এইটের ম্যাচের আগে নিজেই জানালেন,  'আমি বল করার জন্য এভেইলেবল। আমি শারীরিকভাবে ভালো অনুভব করছি। বোলিং থেকে কিছুটা বিরতিতে থাকার পর সতেজ আছি।'

তবে তার মিডিয়াম পেসের প্রয়োজন দলের হবে না বলে আশা করছেন তিনি, 'আমাদের যেমন লাইন আপ আছে তাতে আমার বল করার প্রয়োজনীয়তা হবে না। কিন্তু এই সংস্করণে অনেকগুলো অপশন হাতে থাকা গুরুত্বপূর্ণ।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই পর্যায়ে ম্যাচে লড়াইয়ের তীব্রতা থাকবে অনেক বেশি। মূল বোলারদের কারো কারো খারাপ দিন যেতেই পারে। মার্শও জানেন সেটাই। সেই শঙ্কা মাথায় রেখেই একটি বিকল্প বাড়ায় স্বস্তিতে তিনি,  'স্টয়নিস ও আমি অলরাউন্ডার ভূমিকা নিয়ে কথা বলি, আমরা খেলার ভেতর থাকতে পছন্দ করি। আমি আগেই বললাম এই সংস্করণে এটা খুব গুরুত্বপূর্ণ। আগামীতে কিছু দলের বিপক্ষে খেলব, যাদের বিপক্ষে পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য যত বিকল্প থাকবে তত ভালো।'

শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় অজিদের মুখোমুখি হবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Govt to review media outlets owned by AL ministers, MPs

The adviser made these remarks during a stakeholders' meeting of the Department of Films and Publications

2h ago