শান্তর সিদ্ধান্তে অবাক তামিম

Tamim Iqbal

টস জিতে বাংলাদেশকে বোলিং বেছে নিতে দেখে প্রথমেই ধাক্কা খেয়েছিলেন তামিম ইকবাল। সেই ধাক্কা আরও প্রবল হয় যখন দেখেন একাদশে কমানো হয়েছে একজন পেসার। বোলারদের ব্যবহার করা নিয়েও অবাক হতে হয় তাকে। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ভারতের বিপক্ষে বাংলাদেশ দলের একাধিক সিদ্ধান্তের সমালোচনা করেছেন কঠোরভাবে।

অ্যান্টিগায় সুপার এইটের ম্যাচে ভারতের কাছে স্রেফ উড়ে গিয়েছে বাংলাদেশ। ৫০ রানে বড় হারে কার্যত শেষের পথে বিশ্বকাপ অভিযান।

ইএসপিএন ক্রিকইনফোর ম্যাচ পরবর্তী আলোচনায় যোগ দিয়ে তামিম জানান একাধিক সিদ্ধান্তে ভুল করেছে বাংলাদেশ,  'যখন দেখবেন আপনার ব্যাটাররা রান করছে, আপনি তখন ১৬০-১৭০ রান তাড়া করতে আত্মবিশ্বাসী হবেন। যখন কিনা আপনি জানেন আপনার ব্যাটাররা ধুঁকছে। আমার কাছে তখন অবাক লাগে আগে বোলিং নিতে দেখে। তাদের কিছু সিদ্ধান্ত আমাকে বিস্মিত করেছে।'

এদিন বাংলাদেশ তাসকিনকে বাদ দিয়ে একাদশে নেয় জাকের আলি অনিককে। যিনি কিনা ব্যাটার। তামিমের মতে এই সিদ্ধান্তও ছিলো টিম ম্যানেজমেন্টের আত্মঘাতি,  'আমি খুবই অবাক হয়েছি তাসকিন খেলেনি দেখে। দুই ওপেনারই বেশ কিছু রান করে ফেলেছিলো। একটা সময় তানজিম সাকিব দুই উইকেট নিল। তাসকিন যদি থাকত তাহলে বাড়তি চাপ দেওয়া যেত। আরও আক্রমণ করা যেত ভারতকে। আমরা জানি শিভম দুবে শর্ট বলের বিপক্ষে দুর্বল। তাসকিনের এই গতি ছিল তাকে থামানোর।'

খেলার শুরুতে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রথম দুই ওভার বল তুলে দেন শেখ মেহেদী ও সাকিব আল হাসানের তাতে। তামিম এখানেও দেখছেন ভুল,  'সবাই জানে বাঁহাতি পেসারের বিপক্ষে রোহিত শর্মার দুর্বলতা আছে। বাঁহাতি বোলার পেলে তার মাথায় এটা কাজ করতে পারত। বাংলাদেশ বাঁহাতি পেসার দিয়ে আক্রমণ শুরু করতে পারত। তানজিম আগের ম্যাচে নতুন বলে ভাল করেছে। আজ তাকে শুরুতে আনা হয়নি। কেউ ভালো করার পরও সব কিছু বদলে ফেলা হলো কেন?'

Comments

The Daily Star  | English
bangladesh to clear rooppur dues

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

10h ago