ভারত তার জন্যই বিশ্বকাপ জিতুক, চান না দ্রাবিড়

আগামী জুন পর্যন্ত ভারতের কোচ হিসেবে মেয়াদ আছে রাহুল দ্রাবিড়ের। ছবি: রয়টার্স

ক্রিকেট ইতিহাসে রান সংগ্রাহকদের তালিকায় সপ্তম ও ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজারের বেশি রান করা এই ব্যাটারের ক্যারিয়ারে একটি আক্ষেপ যদিও থেকে গেছে। কখনো বিশ্বকাপ না জেতা দ্রাবিড়ের ভারতের কোচ হিসেবে চলতি মেয়াদে শেষ ম্যাচ চলমান বিশ্বকাপের ফাইনাল। বার্বোডোজের শিরোপা নির্ধারণী ম্যাচটি জিতে ভারতের এই কিংবদন্তিকে প্রথমবার শিরোপার স্বাদ দিবে রোহিত শর্মার দল। সেটি কামনায় ভারতের দর্শকমহলে একটি প্রচারণা শুরু হয়েছে, দ্রাবিড়ের জন্য বিশ্বকাপ। যদিও ভারত দল তার জন্যই বিশ্বকাপ জিতুক, সেটি চান না ভারতের হয়ে তিনটি ওয়ানডে বিশ্বকাপ খেলা দ্রাবিড়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে 'ডু ইট ফর দ্রাবিড়' নামে এক ক্যাম্পেইন শুরু করেছে ভারতের সমর্থকেরা। সেটির কথা স্টার স্পোর্টসের সাক্ষাৎকারে উল্লেখ করতেই দ্রাবিড় বলে দেন, 'এটা আমি মানুষ হিসেবে যেমন সেটির সম্পূর্ণ বিপরীতে যায় এবং এটা আমার মূল্যবোধেরও সম্পূর্ণ বিপরীতে। "কারো জন্য করো'', আমি সত্যি এসবে বিশ্বাস করি না।'

পাঁচশর বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার পরক্ষণে বলেন, 'আমি ওই উক্তিটা ভালোবাসি যেখানে একজন আরেকজনকে বলছে, "কেন তুমি মাউন্ট এভারেস্ট চড়তে চাও?" এবং সে বলে, "আমি মাউন্ট এভারেস্ট আরোহণ করতে চাই কারণ এটা সেখানে আছে।'' কেন তুমি এই বিশ্বকাপ জিততে চাও? কারণ এটি রয়েছে। এটা কারো জন্য নয়, এটা শুধু আছে জেতার জন্য।'

২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপে দ্রাবিড়ের নেতৃত্বেই খেলেছিল ভারত। যদিও ক্যারিবিয়ানে ভারতের ক্রিকেটে এক কালো অধ্যায় লেখা হয়েছিল সেসময়। প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিল তার দল। এবার ভিন্ন ভূমিকায় ওই অঞ্চলেই নিজের দলকে ফাইনালের মঞ্চে দেখবেন তিনি। তাই সমর্থকরা কোচ হিসেবে অন্তত তার বিশ্বকাপের স্বাদ পাওয়া উচিত ভেবে প্রচারণা চালিয়েছেন। যা মোটেই পছন্দ হয়নি দ্রাবিড়ের, 'আমি শুধু ভালো ক্রিকেট খেলতে চাই। এবং হ্যাঁ, কারো জন্য এটা করা- আমি যেমন মানুষ ও যা বিশ্বাস করি তার বিপরীতে যায়। তো আমি এটা নিয়ে কথা ও আলোচনা করতে চাই না।'

এমনকি সাক্ষাৎকারের শেষে দ্রাবিড় বলে যান, 'তুমি যদি এই ক্যাম্পেইন বন্ধ করে ফেলতে পারো, আমি প্রশংসা করবো।'

Comments

The Daily Star  | English

JnU second campus: Project stalled amid bureaucratic hurdles

The construction of Jagannath University’s long-awaited second campus in Keraniganj has stalled due to bureaucratic delays.

6h ago