উপায় না দেখেই তিনে ইয়াসিরকে খেলিয়েছে বাংলাদেশ!

Yasir Ali Chowdhury
চট্টগ্রাম টেস্টে লাইন মিস করে বোল্ড ইয়াসির আলি চৌধুরী রাব্বি। ছবি: ফিরোজ আহমেদ

চট্টগ্রাম টেস্টের একাদশ দেখেই উঠেছিল প্রশ্ন। জাকির হাসানের সঙ্গে নাজমুল হোসেন শান্ত ওপেন করতে নামলে তিন নম্বরে খেলবেন কে? অনুমান সত্য করে ইয়াসির আলি রাব্বিকে ফেলা হয় সেই পরীক্ষায়। যদিও প্রথম শ্রেণীর ক্রিকেটে এই পজিশনে খেলার খুব একটা অভিজ্ঞতা ছিল না তার। তবু ইয়াসিরকে তিনে নামানো ছাড়া উপায় দেখেনি টিম ম্যানেজমেন্ট।

বড় সুযোগ হেলায় হাতছাড়া করেন ডানহাতি ইয়াসির। প্রথম ইনিংসে ৪ ও দ্বিতীয় ইনিংসে ৫ রান আউট হয়ে ফেরেন তিনি। দুই ইনিংসেই আউট হয়েছেন কিছুটা দৃষ্টিকটুভাবে। প্রথম ইনিংসে উমেশ যাদবের বল স্টাম্পে টেনে হন বোল্ড। পরের ইনিংসে আকসার প্যাটেলের বল লাইন মিস করে খোয়ান স্টাম্প।

১৮৮ রানে চট্টগ্রাম টেস্ট হেরে আসার পর ইয়াসিরকে তিনে খেলানো নিয়ে তাই প্রশ্নের জবাব দিতে হয়েছে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গকে।

মাহমুদুল হাসান জয়কে একাদশে রাখলে তিনে খেলতে পারতেন শান্ত। ফর্মের কারণে জয়কে রাখা যায়নি, একই কারণে একাদশে ঠাঁই হয়নি সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। ডমিঙ্গোর মতে ইয়াসির ছাড়া তাদের হাতে তাই উপায়ই ছিল না,  'আমরা ব্যাটিং অর্ডার কিছুটা অদল বদল করেছি কারণ তিন নম্বরের জন্য কেউ ছিল না। আমরা টপ অর্ডারে ডান-বাম সমন্বয় রাখতে চেয়েছি। নিউজিল্যান্ডে সে ভালো খেলেছিল দুই টেস্টে। সে রানের দিকে ছিল। সেজন্য আমরা তাকে তিনে নামিয়েছিল। কারণ সাকিব, মুশফিক, লিটন বা সোহানকে তিনে নামাতে পারতাম না। যদি উপরে ব্যাট করার জন্য আদর্শ জায়গার কথা বলেন, চট্টগ্রাম হুলো সেই জায়গা। এটা বেশ ভালো উইকেট, নতুন বলে ব্যাট করার জন্য আদর্শ সময়।'

চট্টগ্রাম পরীক্ষায় ফেল হলেও ঢাকায় দ্বিতীয় টেস্টে কি একই ভূমিকায় দেখা যাবে ইয়াসিরকে? ডমিঙ্গো নিশ্চিত করতে পারলেন না। চোটমুক্ত সাকিব আল হাসানকে পাওয়া না পাওয়ার উপরও নির্ভর করছে একাদশ। সাকিব বল করতে না পারলে ইয়াসিরের বদলে নিতে হতে পারে একজন বাড়তি বোলার। সেক্ষেত্রে আবার তিনে কাকে খেলানো হবে তা নিয়ে থাকবে দ্বিধা। তবে মিরপুরের উইকেটের বিচারে কিছুটা সতর্ক পথেই সিদ্ধান্ত নিতে চান ডমিঙ্গো,  'এটা নির্ভর করছে দলের সমন্বয়ের উপর (ইয়াসিরের ঢাকায় তিনে নামা)। আমরা আশা করছি সাকিব কিছুটা বল করতে পারবে। এটা নিয়ে ভাবা দরকার। মিরপুরের উইকেটের ধরন ভিন্ন। আমি সেখানে খুব অদল বদল করতে চাইব না। মিডল অর্ডার এই মুহূর্তে থিতু আছে, কাজেই যেখানে সুযোগ পায় তাকে সেটা কাজে লাগাতে হবে।'

Comments

The Daily Star  | English

NBR stalemate deepens as officials resume protests

With this, the demonstration entered its sixth day, hampering trade, business operations and revenue-related activities

1h ago