ঢাকায় দ্বিতীয় টেস্টেও নেই রোহিত

রোহিতের বাম হাতের বুড়ো আঙুলে এখনো আড়ষ্টতা রয়ে গেছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে তিনি টেস্ট খেলবেন না। আপাতত মুম্বাইতেই পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন ভারত অধিনায়ক।
rohit sharma lyon
ফাইল ছবি: টুইটার

চোটের কারণে সিরিজের মাঝপথে দেশে ফিরে যাওয়া ভারত অধিনায়ক রোহিত শর্মার দ্বিতীয় টেস্ট খেলতে ঢাকায় আসার কথা ছিল। কিন্তু চোটের অবস্থার যথেষ্ট উন্নতি না হওয়ায় তিনি আর ফিরছেন না।

ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ বিসিসিআই সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, রোহিতের বাম হাতের বুড়ো আঙুলে এখনো আড়ষ্টতা রয়ে গেছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে তিনি টেস্ট খেলবেন না। আপাতত মুম্বাইতেই পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন ভারত অধিনায়ক।

রোহিতের চোটের এখন যা অবস্থা তাতে তিনি ব্যাট করতে পারবেন, তবে ফিল্ডিংয়ের ক্ষেত্রে কিছুটা অস্বস্তি থেকে যাবে।  আগামীর ঠাসা সূচির জন্য এই মুহূর্তে রোহিতকে নিয়ে কোন রকম ঝুঁকি নিতে চায় না বিসিসিআইর মেডিকেল বিভাগ। 

রোহিতের অনুপস্থিতিতে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেওয়া লোকেশ রাহুল দায়িত্ব সামলাবেন দ্বিতীয় টেস্টে। চট্টগ্রামে ১৮৮ রানের জয়ে এরমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত।

চোট কাটিয়ে জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে খেলায় ফিরবেন রোহিত।

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে স্লিপে ক্যাচ নিতে গিয়ে আঙুলে চোট পান রোহিত। মাঠ থেকে বেরিয়ে তাকে সেলাই করতে যেতে হয় হাসপাতালে। দলের প্রয়োজনে সেদিন ৯ নম্বরে নেমে রোমাঞ্চকর ব্যাটিংয়ে তৈরি করেছিল উত্তেজনা। ব্যাকফুটে থেক শেষ বল পর্যন্ত দলকে নিয়ে গিয়েছিলেন। এরপর দিনই মুম্বাই ফিরে যান তিনি।

এদিকে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও ভারত দল। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম দ্বিতীয় টেস্ট সামনে রেখে অনুশীলনে নামবেন ক্রিকেটাররা।

Comments

The Daily Star  | English
Bank Asia plans to acquire Bank Alfalah

Bank Asia moves a step closer to Bank Alfalah acquisition

A day earlier, Karachi-based Bank Alfalah disclosed the information on the Pakistan Stock exchange.

2h ago