শঙ্কা কাটল, দ্বিতীয় টেস্টে বল করবেন সাকিব

Shakib Al Hasan
সাকিব আল হাসান। ফাইল ছবি: ফিরোজ আহমেদ

কাঁধের চোটের কারণে চট্টগ্রাম টেস্টে ১২ ওভার বল করার পর আর বল করতে পারেননি সাকিব আল হাসান। ঢাকায় দ্বিতীয় টেস্টে কেবল স্পেশালিষ্ট ব্যাটসম্যান হিসেবে তার খেলার একটা আলোচনা চলছিল। তবে শঙ্কা দূর হয়েছে। দলের হয়ে কথা বলতে এসে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড জানালেন, বল করার জন্য পুরো ফিট আছেন বাংলাদেশ অধিনায়ক।

চট্টগ্রাম টেস্ট শুরুর আগের দিন সাকিবের কাঁধ ও পাঁজরের চোটে পড়ার খবর পাওয়া যায়। চোট সামলে টেস্টে খেলতে নামলেও সাকিবকে পাওয়া যায়নি পুরো ফিট। প্রথম ইনিংসে ১২ ওভার বল করার পর আর হাত ঘোরাতে পারেননি, দ্বিতীয় ইনিংসেও পুরোটা সময় কেবল ফিল্ডিং করে যান।

বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ডোনাল্ড জানান,  'সাকিব ভালো আছে। সে বোলিং করবে। এখানে ওয়ানডে চলাকালীন তার হাল্কা চোট ছিল। সেখান থেকে সেরে উঠেছে। সে নির্বাচনের জন্য উন্মুক্ত এবং বোলিংও করতে পারবে। সে খেলার অবস্থায় আছে (হি ইজ গুড টু গো)।' 

সাকিব বল করলে দলের সমন্বয় নিয়ে দূর হচ্ছে চিন্তা। একাদশ নিয়েও তাই একটা ধারণা দিয়ে দিলেন ডোনাল্ড,  'এখানে কোনো নির্বাচক আছে? (হাসি) আমি সেটা বলতে পারছি না। তবে ধারণা করে বলতে পারি তিনজন স্পিনার যারা খেলেছিল এবং তাসকিন ফিরে এসেছে সঙ্গে খালেদ তো আছে। নির্বাচন নিয়ে কাজটা নির্বাচকদের। তবে আমি দেখতে পাচ্ছি এমন কিছুই হতে যাচ্ছে। সুখবর হচ্ছে, সাকিব খেলার জন্য পুরোপুরি তৈরি এবং উইকেটে দেখে মনে হচ্ছে সে খেলার জন্য মুখিয়ে আছে। (হি ইজ কামিং টু প্লে)।'

ম্যাচের আগের দিন অবশ্য অনুশীলনে দেখা যায়নি সাকিবকে। মঙ্গলবার সাকিব মাঠে এসে কেবল ব্যাটিং অনুশীলন করেন। অর্থাৎ বোলিং অনুশীলন ছাড়াই টেস্ট খেলতে নামবেন এই তারকা।

সাকিব বল না করলে একাদশের সমন্বয় নিয়ে নতুন করে ভাবতে হতো দলকে। একজন ব্যাটার কমিয়ে একাদশে বাড়াতে হতো একজন বাড়তি বোলার। সেই চিন্তায় নাসুম আহমেদকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নিয়ে আসা হয়েছিল। মঙ্গলবার দলের অনুশীলনেও বিকল্প চিন্তার ছাপ দেখা যায়। উইকেটকিপিংয়ে লিটন দাসকে অনুশীলন করিয়ে প্রস্তুত রাখা হয়। ধারণা করা যাচ্ছিল নুরুল হাসান সোহানকে বাদ দিয়ে হয়ত খেলানো হবে নাসুমকে, সেক্ষেত্রে কিপিং করবেন লিটন। পুরো ফিট সাকিবকে পাওয়ায় আপাতত সেই পথে যেতে হচ্ছে না বাংলাদেশকে।

একাদশে অবশ্য একটি বদল একদম নিশ্চিতই। চোটে পড়ে ছিটকে যাওয়া পেসার ইবাদত হোসেনের জায়গায় দ্বিতীয় টেস্টের একাদশে থাকবেন তাসকিন আহমেদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে নামবে বাংলাদেশ ও ভারত। চট্টগ্রামে প্রথম টেস্টে ১৮৮ রানে জিতে সিরিজে এগিয়ে আছে সফরকারীরা। 

Comments

The Daily Star  | English
gold price hike in Bangladesh

Why gold costs more in Bangladesh than in India, Dubai

According to market data, gold now sells for $1,414 per bhori in Bangladesh, compared to $1,189 in India, $1,137 in Dubai

2h ago